এক্সপ্লোর
Advertisement
অদ্ভুত ক্ষমতা, প্রতিটি রঙের আলাদা গন্ধ পায় ১১ বছরের এই নেপালি মেয়ে
কাঠমান্ডু: চোখ শক্ত করে বাঁধা। সামনে ছড়ানো নানা রকম রং। প্রতিটি রং আলাদা করে চিনতে পারছে মেয়েটি। সে রঙের গন্ধ পাচ্ছে।
এমনই অদ্ভুত ক্ষমতার অধিকারী নেপালের ১১ বছরের দীপ্তি রেগমি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক ধরনের সেন্সরি ডিসঅর্ডারের ফলে এ ভাবে রঙের গন্ধ পাওয়া যায়। এর ফলে মানুষের ইন্দ্রিয় অত্যন্ত প্রখর হয়ে ওঠে। এই ডিসঅর্ডার যাদের থাকে তারা শুধু রঙের গন্ধ পায় তা নয়, প্রতিটি রঙের আলাদা স্বাদ পায়, এমনকী রঙের শব্দও শোনে।
দীপ্তি যে শুধু চোখ বাঁধা অবস্থায় প্রতিটি রঙ আলাদা করে চিনতে পারছে তাই নয়, খবরের কাগজের পাতা থেকেও প্রত্যেক রঙ চিহ্নিত করতে পারছে সে। তার কথায়, ভগবান তাকে এই শক্তি দিয়েছেন, এ দিয়ে সে দৃষ্টিহীন মানুষদের সাহায্য করতে চায়।
এ ধরনের ক্ষমতার অধিকারী আরও কয়েকজনের নাম অল্পদিন আগে প্রকাশ্যে এসেছে। ব্রিটেনের ম্যানচেস্টারের জেমস ওয়ানার্টন যেমন। তিনি শব্দের গন্ধ পান। এ জন্য তাঁর অনেক বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, কারণ কোনও নাম থেকে মুখে খারাপ স্বাদ এলে তিনি আর সেই ব্যক্তির ধারে কাছে থাকতে পারেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement