এক্সপ্লোর
Advertisement
মার্কিন বোমায় আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৯৪, জানালেন স্থানীয় আধিকারিক
কাবুল: মার্কিন বোমায় আফগানিস্তানে মৃত জঙ্গির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪। যুদ্ধে ব্যবহৃত এটিই বৃহত্তম অপারমাণবিক বোমা বলে মার্কিন সেনা দাবি করেছে।
গতকাল বলা হয়েছিল, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ওই বোমা বিস্ফোরণে খতম হয়েছে ৩৬ জন আইএসআইএস জঙ্গি। আজ স্থানীয় নানগরহর প্রদেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ৯৪ ছুঁয়েছে।
তবে মৃতেরা সকলেই জঙ্গি, কোনও সাধারণ মানুষ এই বিস্ফোরণের শিকার হননি।
পাক সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বে দুর্গম নানগরহর প্রদেশে একটি সুড়ঙ্গের ওপর মার্কিন সেনা ওই বোমাটি ফেলে। এতে অন্তত ৪ আইএস পান্ডার মৃত্যু হয়েছে, এখনও চলছে এলাকা পরিষ্কারের কাজ।
এই প্রদেশে আইএসের সঙ্গে যুদ্ধে আফগান সেনা বারবার চেষ্টা করেছে ওই সুড়ঙ্গের দখল নেওয়ার। তারপরেই আমেরিকা কাল ওই বিশাল বোমাটি ফাটিয়েছে, এক কথায় যার নাম মাদার অফ অল বম্বস।
আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনির অফিস জানিয়েছে, দেশের সরকার ও মার্কিন সেনা এই অপারেশনে এক সঙ্গে কাজ করেছে, তাদের লক্ষ্য ছিল, সাধারণের প্রাণহানি না করা।
আমেরিকার ধারণা, ৬০০-৮০০ আইএস জঙ্গি আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে, এরা বেশিরভাগই রয়েছে নানগরহরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement