স্বাধীনতার ৪৮ বছর পর সীমান্ত থেকে 'পাকিস্তান' লেখা খুঁটি উপড়ে ফেলল বাংলাদেশ
বঙ্গদেশ তাদের সীমান্ত থেকে পাকিস্তান লেখা সমস্ত খুঁটিই উপড়ে ফেলল।
বাংলাদেশ: কোথাও ভারত/পাকিস্তান, কোথাও আবার ইন্দো/পাক, এতদিন পর্যন্ত বাংলাদেশ সীমান্তের অন্তত ৮০০০ খুঁটিতে এভাবেই টিকে ছিল পাকিস্তানের ‘অস্তিত্ব’। অবশেষে বঙ্গদেশ তাদের সীমান্ত থেকে 'পাকিস্তান' শব্দটি লেখা সমস্ত খুঁটিই উপড়ে ফেলল। আর সেটা হল মুজিবকন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশেই।
BGB removes #Pakistan name from border pillars ---------------------- After long 48 years of the country’s independence, members of Border Guards Bangladesh (BGB) have removed Pakistan’s name from all the border pillars erected after the partition of the Indian subcontinent. pic.twitter.com/N34Z61Vgy8
— Emerging Bangladesh (@EmergingBD) September 12, 2019
আজ থেকে ৪৮ বছর আগে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে স্বাধীনতা অর্জন করেছিল অধুনা পূর্ব পাকিস্তান। ভাষা আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পাওয়া দেশের নাম হয় বাংলাদেশ। উর্দু নয়, চাই বাংলা ভাষা, এই আন্দোলনেই সালাম-রফিক- বরকত-শফিউর-জব্বারের রক্তে ভেসেছিল বঙ্গভূমি। তারপর দীর্ঘ লড়াই। আসে স্বাধীনতা। ভারত থেকে ভাগ হওয়ার সময় পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত এঁকেছিল ইন্দো/পাক লেখা ওই খুঁটি দিয়েই। ১৯৭১ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা অর্জনের ৪৮ বসন্ত পরেও বাংলাদেশের সাতক্ষীরা, যশোহর, চুয়াডাঙা, কুষ্টিয়া, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নগাওঁ, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবেরিয়া, কুমিল্লা ও চট্টগ্রামের সীমান্ত অঞ্চলে পাকিস্তান লেখা খুঁটির অস্তিত্ব ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) সেই খুঁটিগুলো থেকে পাকিস্তান নাম নির্মূল করে সেখানে বাংলাদেশের নামকরণ করল।