Bangladesh : আজই প্রকাশ্যে বাংলাদেশে অশান্তির মূল চক্রান্তকারী? তেমনটাই দাবি বাংলাদেশ সংবাদমাধ্যমের
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তাঁর ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সংবিধানে সেই নির্দেশই দেওয়া হয়েছে।
কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বাংলাদেশে (Bangladesh) অশান্তির নেপথ্যে মূল চক্রান্তকারীকে চিহ্নিত করেছে পুলিশ। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে মিলেছে খবর। আজ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তথ্য প্রকাশ্যে আনা হবে বলেই সূত্রের খবর।
এপার বাংলায় যখন উৎসবের আমেজ, তখন সীমান্তের ওপারে অশান্তির আবহ। ওপার বাংলায় অশান্তির প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনই এই বিষয়টিকে চলে এসেছে রাজনীতির আবর্তেও। সাধারণ নেটিজেন থেকে বিশিষ্টজনেরা সকলেই মুখ খুলেছেমন বিষয়টি নিয়ে। যদিও প্রথম থেকেই ঘটনার কড়া নিন্দা করে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হামলার কড়া নিন্দা করে ও হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তাঁর ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সংবিধানে সেই নির্দেশই দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
' দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে? ' বাংলাদেশে অশান্তি নিয়ে এবার সোচ্চার অপর্ণা সেন
বাংলাদেশে অশান্তির প্রেক্ষাপটে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনার সরকার। জারি রয়েছে ধরপাকড়।
সেদেশের সরকার সূত্রের খবর, বিভিন্ন জেলা মিলিয়ে এখনও অবধি ৭১টির বেশি মামলা রুজু হয়েছে । সাড়ে চারশোর বেশি গ্রেফতার হয়েছে অশান্তির ঘটনায় ! বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, কুমিল্লার কাপড়িয়াপট্টি এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, আওয়ামী লিগের শীর্ষ নেতা ও বাংলাদেশের প্রাক্তন নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, যারা ধর্মের নামে হামলা করেছে, ঘরে আগুন দিয়েছে, তাদের বিচার করো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এটা হলো প্রতিবাদ। আমরা এটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বুধবার বাংলাদেশের ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।কুমিল্লা জেলায় অশান্তির সময় ফেসবুক লাইভ করা এক যুবককে পুলিশ হেফাজতে পাঠিয়েছে সেখানকার আদালত।