এক্সপ্লোর
Advertisement
ব্রাজিলে স্বামীর শয্যাসঙ্গী প্রেমিকাকে মাথা মুড়িয়ে, নগ্ন করে রাস্তায় হাঁটাল স্ত্রী!
কুবাটাও (সাও পাওলো): স্বামীর সঙ্গে বিছানায় দেখে ফেলে এক যুবতীকে মারধর করে মাথা মুড়িয়ে ব্রাজিলের রাস্তায় নগ্ন করে ঘোরালেন এক মহিলা!
দি মিরর-এ বেরনো সংবাদে প্রকাশ, ওই মহিলা স্বামীর অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেন। একদিন অনুসরণ করতে গিয়ে স্বামীকে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখেন। ভিতরে পা দিয়েই তাঁর চক্ষু চড়কগাছ!এক বিছানায় শুয়ে স্বামী ও একটি মেয়ে। তবে স্বামীর ওপর চড়াও হননি, ক্ষিপ্ত হয়ে সেই মেয়েটিরই জামাকাপড় ছিঁড়ে দেন মহিলা। মাথা কামিয়ে তাঁকে পোশাক খুলিয়ে রাস্তায় নামিয়ে দেন। রাস্তায় মেয়েটির পিছন পিছন যান তিনি, সঙ্গে তাঁর ছেলেরাও।
এরপর অনলাইনেও সেই মহিলা ঘটনাটি উল্লেখ করে লেখেন, বিবাহিত পুরুষের সঙ্গে খেলা করার মোকাবিলায় কী করবেন, দেখিয়ে দেব। আমার স্বামীর ওর সঙ্গেও করলাম। আজ থেকে অবশ্য স্বামী প্রাক্তন। তবে মহিলাকে একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ১০ বছর পর্যন্ত তাঁর জেল হতে পারে।
পুলিশ আক্রান্ত মেয়েটিকে শনাক্ত করেছে। তাঁকে থানায় নিয়ে গিয়ে তার বিবৃতিও নথিভুক্ত করেছে। যুবতীর দাবি, লোকটি বিবাহিত, জানতেন না তিনি। নিজেকে সিঙ্গল বলে জানিয়েছিলেন লোকটি। ৫ মাস ধরে তাঁদের মেলামেশা চলছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement