Burger King: মহিলাদের স্থান রান্নাঘরে, ট্যুইট করে বিতর্কে বার্গার কিং
Burger King UK Deletes Tweet After 'Women Belong In The Kitchen' Ad Stirs Massive Furor. | পরে ওই ট্যুইট মুছে দিয়ে ক্ষমা চেয়েছে সংস্থাটি। তবে তাতে বিতর্ক থামছে না।
লন্ডন: ‘মহিলাদের স্থান রান্নাঘরে’। আন্তর্জাতিক নারী দিবসে এই ট্যুইট করে বিতর্কে জড়াল মার্কিন বহুজাতিক রেস্তোরাঁ বার্গার কিংয়ের ব্রিটিশ শাখা। পরে ওই ট্যুইট মুছে দিয়ে ক্ষমা চেয়েছে সংস্থাটি। তবে তাতে বিতর্ক থামছে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এরকম মানসিকতার তীব্র নিন্দা করেছেন।
We hear you. We got our initial tweet wrong and we’re sorry. Our aim was to draw attention to the fact that only 20% of professional chefs in UK kitchens are women and to help change that by awarding culinary scholarships. We will do better next time.
— Burger King (@BurgerKingUK) March 8, 2021">
রান্না সংক্রান্ত স্কলারশিপের প্রচার করার উদ্দেশে বার্গার কিংয়ের পক্ষ থেকে ট্যুইট করা হয়, ‘মহিলাদের স্থান রান্নাঘরে।’ এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সেই ট্যুইট মুছে সংস্থার পক্ষ থেকে ফের ট্যুইট করা হয়, ‘আমরা আপনাদের কথা শুনেছি। আমরা শুরুতে যে ট্যুইট করেছিলাম, সেটির বক্তব্য ঠিক ছিল না। এর জন্য আমরা দুঃখিত। ব্রিটেনের রান্নাঘরগুলিতে পেশাদার রাঁধুনিদের মধ্যে মাত্র ২০ শতাংশ মহিলা। আমরা এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। রান্না সংক্রান্ত স্কলারশিপের মাধ্যমে আমরা ব্রিটেনের রান্নাঘরগুলিতে মহিলাদের উপস্থিতি বাড়াতে চেয়েছি। পরেরবার আমরা এই কাজ আরও ভালভাবে করব। আমরা ক্ষমা চেয়ে নেওয়ার পর প্রথম ট্যুইটটি মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানতে পেরেছি, অনেকেই অবমাননাকর মন্তব্য করেছেন। আমরা তার জন্য জায়গা ছেড়ে দিতে পারি না।’
At least ss lives forever https://t.co/9SPHFhh2bU pic.twitter.com/pdtgG0m7nt
— Anthony (@BigBubbaSZN) March 9, 2021">
ট্যুইটার ব্যবহারকারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ করলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপনেও বার্গার কিংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘মহিলাদের স্থান রান্নাঘরে’। সে কথা উল্লেখ করেই অনেকে এই সংস্থার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন।
We decided to delete the original tweet after our apology. It was brought to our attention that there were abusive comments in the thread and we don't want to leave the space open for that.
— Burger King (@BurgerKingUK) March 8, 2021">
Our "thought process" is that women are shockingly underrepresented in our industry, and we thought it was time we did something about it. We've created a scholarship to give more of our female employees the chance to pursue a culinary career.
— Burger King (@BurgerKingUK) March 8, 2021">