মাসুদে নিষেধাজ্ঞা: ‘ঐকমত্য’ গড়তেই মার্কিন প্রস্তাবে বাধা, সওয়াল চিনের
বেজিং: পঠানকোট হামলার মূল চক্রী তথা জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার জন্য মার্কিন প্রস্তাবে তাদের বাধাদানের সিদ্ধান্তের জোর সওয়াল করল চিন। বেজিংয়ের মতে, মার্কিন প্রস্তাবকে সমর্থন করার সব ‘শর্ত’ পূরণ হয়নি।
এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাংয়ের দাবি, বিভিন্ন মহল যাতে এই বিষয়ে ঐকমত্যে আসতে পারে, তার জন্যই মার্কিন প্রস্তাবকে আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, গচত বছর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটিতে মাসুদ আজহারকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, সেখানে ভিন্নমত উঠে আসে। কোনও ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি।
তিনি জানান, যারা মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে, তারা এই মর্মে যাবতীয় শর্ত পূরণ করতে পারেননি এখনও। ফলে, কমিটি সিদ্ধান্ত নিতে পারেনি। লু ক্যাংয়ের দাবি, চিন এই প্রস্তাবকে ‘আপাতত স্থগিত’ রেথেছে। যাতে বিভিন্ন দেশ যাতে এই নিয়ে আরও আলোচনা করতে পারে।
প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি ব্রিটেন, ফ্রান্সের সমর্থন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটি ১২৬৭-তে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে আমেরিকা।
ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হওয়া ওই প্রস্তাবে বলা হয়, জয়েশ-ই-মহম্মদ যেখানে ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী, তার নেতারা ছাড় পেতে পারে না।
গত বছর ডিসেম্বরে পঠানকোট হামলার মাথা মাসুদকে রাষ্ট্রপুঞ্জকে দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করাতে ভারতের উদ্যোগ চিন একইভাবে ভেস্তে দিয়েছিল।
২০০১ সালে রাষ্ট্রপুঞ্জ নিষিদ্ধ করে জঈশকে। কিন্তু লাগাতার চিন মাসুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির প্রয়াসে বাধা দিয়ে চলেছে। ‘চিরকালের বন্ধু’ পাকিস্তানকে খুশি রাখাই চিনের এহেন আচরণের কারণ বলে ব্যাখ্যা আন্তর্জাতিক মহলের।