এক্সপ্লোর
রাষ্ট্রদূতকে খুন করতে ইসলামাবাদে ঢুকেছে সন্ত্রাসবাদী! পাকিস্তানকে নিরাপত্তা বাড়াতে বলল চিন

ইসলামাবাদ: পাকিস্তানে নবনিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে খতম করতে নিষিদ্ধ ঘোষিত ইস্ট তুর্কিস্তান মুভমেন্ট (ইটিআইএম) সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক সদস্য গোপনে ইসলামাবাদে ঢুকেছে বলে সতর্কবার্তা দিল বেজিং।
রাষ্ট্রদূতের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রককে অনুরোধ করে গত ১৯ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে চিনা দূতাবাস থেকে। বহু বিলিয়ন ডলার অর্থমূ্ল্যের চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মূল দায়িত্বপ্রাপ্ত পিং ইং ফি চিঠিতে রাষ্ট্রদূত ও সেদেশে কর্মরত অন্য চিনা নাগরিকের 'সুরক্ষা বাড়ানোর' আবেদন করেছেন পাক মন্ত্রককে। এতে ওই সন্ত্রাসবাদীর জঘন্য পরিকল্পনা তো ভেস্তে যাবেই, চক্রান্তে জড়িত অন্য সন্ত্রাসবাদীদের হাতে পেতেও সুবিধা হবে বলে চিঠিতে বলা হয়েছে।
তিন বছর পাকিস্তানের চিনের রাষ্ট্রদূত পদে ছিলেন সুন ওয়েইডং। সম্প্রতি তিনি দেশে ফিরে গিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে আফগানিস্তানে চিনের রাষ্ট্রদূতের পদ সামলানো ইয়াও জিংকে। পিং চিঠিতে আবদুল ওয়ালি নামে ওই সন্ত্রাসবাদীর পাসপোর্টের বিস্তারিত তথ্য দিয়েছেন, তাকে যেন অবিলম্বে গ্রেফতার করে চিনা দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়, সেই আবেদনও করেছেন।
প্রসঙ্গত, ইটিআইএম গোষ্ঠীটি পাকিস্তান সংলগ্ন চিনের মুসলিম অধ্যুষিত অশান্ত জিনজিয়াং থেকে অপারেশন চালায়।
পাকিস্তানে চিনা কর্তাব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি বরাবরই একটি বড় ইস্যু। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)সহ পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চিনাদের নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে।
প্রসঙ্গত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চলে যাওয়া সিপিইসি জিনজিয়াংকে পাকিস্তানের গ্বাদর সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করবে রেল, সড়কপথ ও পাইপলাইনের মাধ্যমে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
শিক্ষা
শিক্ষা
খবর
Advertisement
