এক্সপ্লোর
Advertisement
করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সঙ্গে অংশীদারিত্ব চাইছে রাশিয়া
তাদের তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের জন্য ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী রাশিয়া। এ কথা জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সিইও কিরিল ডিমিট্রিয়েভ এ কথা বলেছেন।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। রাশিয়া এরইমধ্যে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছে। তাদের এই দাবি ঘিরে বিতর্ক রয়েছে। তবে তাদের তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের জন্য ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী রাশিয়া। এ কথা জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সিইও কিরিল ডিমিট্রিয়েভ এ কথা বলেছেন।
উল্লেখ্য, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন তৈরির ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে, এই ভ্যাকসিন যথেষ্ট কার্যকর ও রোগের বিরুদ্ধে স্থিতিশীল প্রতিষেধক গড়ে তুলতে পেরেছে।
আরডিআইএফের সঙ্গে যৌথভাবে স্পুটনিক ভি তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ভ্যাকসিনের এখনও তৃতীয় পর্যায় বা বৃহত্তর ক্নিনিক্যাল ট্রায়াল হয়নি। এর আগেই ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে।
এক সাংবাদিক বৈঠকে ডিমিট্রিয়েভ বলেছেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্য প্রাচ্যের বহু দেশই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে।
তিনি বলেছেন, ভ্যাকসিনের উৎপাদন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এ ব্যাপারে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি। গামালিয়ার ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা তাদের রয়েছে এবং আমাদের কাছে যে চাহিদা রয়েছে, তা পূরণ করতে এই অংশীদারিত্বগুলি সহায়ক হবে।
ডিমিট্রিয়েভ বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতার দিকেও তাকিয়ে রয়েছে রাশিয়া। তিনি বলেছেন, আমরা শুধু রাশিয়াতেই নয়, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং সম্ভবত ব্রাজিল ও ভারতেও আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করতে চলেছি। আমরা পাঁচটির বেশি দেশে ভ্যাকসিন উৎপাদনেরর পরিকল্পনা করেছি। ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে এশিয়া, লাতিন আমেরিকা, ইতালি ও বিশ্বের অন্যান্য স্থান থেকে ব্যাপক চাহিদা রয়েছে।
গামালিয়ার ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ বলেছেন, এই ভ্যাকসিন ও ওযুধের ট্রায়ালে ২০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement