এক্সপ্লোর
Advertisement
২০ বছর পর শতাব্দী প্রাচীন শিব মন্দিরে হিন্দুদের পুজোর অনুমতি পাক আদালতের
পেশোয়ার: অ্যাবোটাবাদের শতাব্দী প্রাচীন একটি মন্দিরে হিন্দুদের পূজা-অর্চনার অনুমতি দিল পাকিস্তানের এক আদালত। গত ২০ বছর ধরে ওই মন্দিরে পূজা করার অনুমতি ছিল না। বিচারপতি আতিক হোসেন শাহর নেতৃত্বাধীন পেশোয়ার হাইকোর্টের বেঞ্চ খাইবার পাখতুনওয়ার ওই শিবজী মন্দিরে পুজোর অনুমতি দানের আর্জি মঞ্জুর করেছে।
সম্পত্তি বিবাদে গত ২০ বছর ধরে ওই মন্দিরটি বন্ধ ছিল। ২০১৩-তে হিন্দুদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পেশোয়ার হাইকোর্টের অ্যাবোটাবাদ বেঞ্চে একটি পিটিশন দায়ের করে জানায়, ওই জমির আইনি মালিকের কাছ থেকে তারা জমিটি লিজের মাধ্যমে কিনে নিয়েছিল। অর্থাত্, জমির প্রকৃত মালিক তারাই।দেশভাগের পর ওই মন্দিরটি তারাই দেখভাল করত। স্বেচ্ছাসেবী সংস্থা বাল্মিক সভার প্রধান তথা পিটিশনকারী শ্যাম লাল জানিয়েছেন, মন্দিরটি ১৭৫ বছর আগে তৈরি হয়েছিল।
ব্রিটিশ শাসকরা ওই মন্দিরটি হাতে নিয়ে গোর্খা রাইফেলসের কাছে দিয়েছিল। হিন্দু সৈন্যরা এখানে পুজো দিতেন। ১৯৪৭-এ দেশভাগের পর বাল্মিক সভাই মন্দির ও অন্যান্য সম্পত্তির দায়িত্ব নেয়। কিন্তু ১৯৬০-এ ক্যান্টনমেন্ট বোর্ড অ্যাবোটাবাদ (সিবিএ) মন্দির ও জমি বাজেয়াপ্ত করে।
শ্যামলাল জানিয়েছেন, আট বছর আগে সিবিএ পুজোঅর্চনার অনুমতি দিয়েছিল। শ্যামলাল জানিয়েছেন, মন্দির ও জমি বাজেয়াপ্ত করার বিরুদ্ধে ২০১৩-তে পিটিশন দায়ের করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement