এক্সপ্লোর
Advertisement
দলাই লামার অরুণাচল সফরে শান্তি নষ্ট হবে ভারত-চিন সম্পর্কে, হুঁশিয়ারি বেজিংয়ের
বেজিং: দলাই লামার আসন্ন অরুণাচল প্রদেশ সফরের বিরোধিতা করে ভারতকে ঘুরিয়ে হুঁশিয়ারি চিনের। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আমন্ত্রণে সামনের বছরের গোড়ায় অরুণাচল যাওয়ার কথা তিব্বতী ধর্মগুরুর। কেন্দ্রের সরকারও এ ব্যাপারে প্রয়োজনীয় সবুজ সংকেতও দিয়েছে বলে খবর।
কিন্তু তাতে আপত্তি তুলে দলাই লামার সফরে দু দেশের সম্পর্ক খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং।
প্রসঙ্গত, অরুণাচলকে তিব্বতের দক্ষিণ অংশ বলে বরাবর দাবি করে চিন। সেখানে ভারতের রাজনৈতিক নেতারা, বিদেশি কূটনীতিকরা, দলাই লামা গেলেই আপত্তি তোলে তারা। ভারতে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসাডর রিচার্ড রাহুল ভার্মার গত ২২ অক্টোবরের তাওয়াং সফরেরও তীব্র বিরোধিতা করে তারা। চিনের বক্তব্য, যেখানে গিয়েছিলেন ভার্মা, ওটা ‘বিতর্কিত অঞ্চল’। দলাই লামাও বৌদ্ধ ধর্মস্থান তাওয়াং যেতে পারেন।
কিন্তু তার আগেই চিনা মুখপাত্রটি আজ বিবৃতি দিয়ে বলেছেন, ভারত ও চিনের মাঝে বিতর্কিত অঞ্চলে দলাই লামাকে ডেকে নিয়ে যাওয়ার জেরে সীমান্তের পাশাপাশি ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা, শান্তি নষ্ট হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement