চরম দক্ষিণপন্থী ব্রিটিশ রাজনীতিকের মুসলিম-বিদ্বেষী ভিডিও রিট্যুইট করে বিতর্কে ট্রাম্প
THE PRESIDENT OF THE UNITED STATES, DONALD TRUMP, HAS RETWEETED THREE OF DEPUTY LEADER JAYDA FRANSEN'S TWITTER VIDEOS! DONALD TRUMP HIMSELF HAS RETWEETED THESE VIDEOS AND HAS AROUND 44 MILLION FOLLOWERS! GOD BLESS YOU TRUMP! GOD BLESS AMERICA! OCS @JaydaBF @realDonaldTrump pic.twitter.com/BiQfQkTra9
— Jayda Fransen (@JaydaBF) November 29, 2017
ট্রাম্প ভিডিওগুলি রিট্যুইট করার পর ফ্রানসেন ট্যুইট করেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেপুটি লিডার জায়দা ফ্রানসেনের তিনটি ট্যুইটার ভিডিও রিট্যুইট করেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে ভিডিওগুলি রিট্যুইট করেছেন। প্রায় ৪ কোটি ৪০ লক্ষ ফলোয়ার তাঁর। ঈশ্বর আপনাকে, আমেরিকাকে আশীর্বাদ করুন।
Donald Trump retweets hate messages from Britain First deputy leaderhttps://t.co/M74i62Sugk
— Jayda Fransen (@JaydaBF) November 29, 2017
VIDEO: Islamist mob pushes teenage boy off roof and beats him to death! pic.twitter.com/XxtlxNNSiP
— Jayda Fransen (@JaydaBF) November 29, 2017
VIDEO: Muslim Destroys a Statue of Virgin Mary! pic.twitter.com/qhkrfQrtjV
— Jayda Fransen (@JaydaBF) November 29, 2017
এ বছরে এক ফৌজদারি মামলার বিচারের সময় ছড়িয়ে দেওয়া লিফলিট, ভিডিও ঘিরে ফ্রানসেনের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ, ইঙ্গিত দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। আগস্টে উত্তর আর্য়াল্যান্ডে গিয়ে তিনি এমন এক ভাষণ দেন যাতে গালিগালাজ, হুমকি দেওয়া, অপমানজনক শব্দ ব্যবহার করার অভিযোগ ওঠে। বর্তমানে জামিনে রযেছেন ফ্রানসেন। গত বছর হিজাব পরা এক মুসলিম মহিলাকে গালাগাল করায় দোষী ফ্রানসেনের জরিমানাও হয়।
তাঁর ভিডিওগুলি রিট্যুইট করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন গত বছর উগ্র দক্ষিণপন্থী চিন্তাভাবনায় বিশ্বাসী হামলাবাজের হাতে খুন হওয়া জনপ্র্তিনিধি জো কক্সের স্বামী ব্রেনডন কক্স।
তিনি ট্যুইট করেন, ট্রাম্প নিজের দেশেই চরম দক্ষিণপন্থীদের বৈধতা দিলেন। ঘৃণা, বিদ্বেষ ছড়ানোর ফল দেখা যাবে। প্রেসিডেন্টের লজ্জিত বোধ করা উচিত। ট্রাম্পের রিট্যুইটের নিন্দা করে টিভি সঞ্চালক পিয়ার্স মর্গ্যান ট্যুইট করেন, চরম দক্ষিণপন্থী উগ্রপন্থীদের ভিডিও রিট্যুইট করে এসব কী করছেন প্রেসিডেন্ট! এই পাগলামো থামান, রিট্যুইটগুলি মুছে দিন।
Good morning, Mr President @realDonaldTrump - what the hell are you doing retweeting a bunch of unverified videos by Britain First, a bunch of disgustingly racist far-right extremists?
Please STOP this madness & undo your retweets.
— Piers Morgan (@piersmorgan) November 29, 2017