এক্সপ্লোর
Advertisement
দুবাইয়ে ক্র্যাশ ল্যান্ডিং এমিরেটস বিমানের, নিরাপদে যাত্রীরা
দুবাই: আচমকা বিপদের মুখে ক্র্যাশ ল্যান্ডিং তিরুঅনন্তপুরম থেকে দুবাইগামী এমিরেটস বিমানের। দুবাই বিমানবন্দরে ২৭৫ জন যাত্রী নিয়ে হঠাত্ দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ভেঙে পড়ে রানওয়েতে অবতরণের সময়। তবে বড় ধরনের কোনও বিপর্যয় হয়নি। সবাই নিরাপদে আছেন বলেই খবর। দুবাইয়ের মিডিয়া অফিস ট্যুইট করে এ খবর জানায়।
ইকে ৫২১ ফ্লাইটটি সম্পর্কে ট্যুইটে বলা হয়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজে ব্যস্ত রয়েছে। সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে। কারও জখম হওয়ার খবর নেই।
এমিরেটস-এর মুখপাত্রও তিরুবনন্তুপুরম থেকে রওনা দেওয়া ইকে ৫২১ ফ্লাইটের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ নাগাদ দুর্ঘটনার কবলে পড়ার ঘটনার কথা জানিয়েছেন। ভিডিও ফুটেজে ৩০০-র বেশি যাত্রী নিয়ে যাওয়ার ক্ষমতাসম্পন্ন বোয়িং ৭৭৭ বিমানটি থেকে গলগল করে ধোঁয়া বেরনোর দৃশ্য দেখা যায়। তবে কেন এমনটা হল, তা এখনও জানা যায়নি।
এমিরেটস বিমানটি জরুরি অবতরণ করার পর দুবাই বিমানবন্দর থেকে বিমান রওনা দেওয়া বন্ধ রাখা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement