এক্সপ্লোর
Advertisement
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইমানুয়েল মাকরঁ
প্যারিস: অতি দক্ষিণপন্থী মনোভাবাপন্ন মারিন ল্য পেনকে হারিয়ে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন মধ্যপন্থী ইমানুয়েল মাকরঁ। তিনি প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। পেনের ঝুলিতে গিয়েছে প্রায় ৩৪ শতাংশ ভোট। পেন এই নির্বাচনে জয়ী হলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফ্রান্সকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে, মাকরঁ ইউরোপের ঐক্যের পক্ষে সওয়াল করে আসছিলেন। তিনি জেতায় ইউরোপিয়ান ইউনিয়নের বাকি সদস্য দেশগুলি হাঁফ ছেড়ে বেঁচেছে।
এই জয়ের পর মাকরঁ বলেছেন, ‘আমাদের দেশে এখন কট্টরপন্থী ও নরমপন্থী বিভেদ হয়ে গিয়েছে। তারই ফলে এই নির্বাচনে কট্টরপন্থী প্রার্থী কিছু ভোট পেয়েছেন। আমি মানুষের ক্ষোভ, উদ্বেগ, সংশয়ের কথা জানি। সেই সমস্যার কথা শোনা এবং সমাধান করার দায়িত্ব আমার।’
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মাকরঁকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্যুইট করে মাকরঁকে অভিনন্দন জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ফোনে কথা বলেছেন মাকরেঁর সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement