Pfizer Child Vaccine: আমেরিকায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ভ্যাকসিনে সবুজ সঙ্কেত
আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে টিকাকরণ প্রক্রিয়া...
ওয়াশিংটন: আমেরিকায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ভ্যাকসিনে মিলল সবুজ সঙ্কেত। পরের সপ্তাহ থেকে শুরু হতে পারে শিশুদের টিকাকরণ। ৫ থেকে ১১ বছর বয়সী মার্কিনদের ফাইজার ভ্যাকসিন দেওয়ায় সবুজ সঙ্কেত দিয়েছে সেদেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ।
জানা গিয়েছে, কিশোর ও বড়দের দেওয়া ভ্যাকসিনের পরিমাণের এক-তৃতীয়াংশ দেওয়া হবে শিশুদের। চিনে ইতিমধ্যেই ৩ বছর বয়সীদের ভ্যাকসিন শুরু হয়েছে।
প্রসঙ্গত, ৫-১১ বছর বয়সীদের করোনা টিকাকরণ নিয়ে চলতি সপ্তাহের গোড়ায় আশাপ্রকাশ করেছিলেন মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফওসি। তিনি জানিয়েছিলেন, ছাড়পত্র মিললে আগামী মাসের গোড়াতেই টিকাকরণ শুরু হতে পারে।
মার্কিন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই আমেরিকায় ৫-১১ বছর বয়সী অধিকাংশের করোনা টিকাকরণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আমেরিকায় বিরল ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, নেপথ্যে ভারত থেকে আমদানি করা স্প্রে?
ইতিমধ্যেই এই টিকা সংক্রান্ত সব নথি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এনবায়োটেক।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সংক্ষেপে সিডিসি টিকাকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনুমোদন মিললে ৫-১১ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজারের টিকার দুটি ডোজ।
এর আগে গত ১২ তারিখ ভারতেও শিশু ও কিশোর-কিশোরীদের করোনা টিকাকরণের জন্য কোভ্যাকসিনকে অনুমোদন দেয় বিশেষজ্ঞ কমিটি। ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ব্যবহারের জন্য DCGI-কে সুপারিশ করে কেন্দ্রের তৈরি সাবজেক্ট এক্সপার্টস কমিটি। ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখে DCGI-কে এই মর্মে সুপারিশ করে এক্সপার্ট কমিটি।
২ থেকে ১৮ বয়সীদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনের ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে। তারপরই এক বৈঠকে DCGI এই সুপারিশ করা হয় বলে সূত্রের খবর। সাবজেক্ট এক্সপার্ট কমিটি তাদের সুপারিশে বলেছে, ২ থেকে ১৮ বয়সীদের কোভ্যাক্সিন দিতে সমস্যা নেই।
এবার অপেক্ষা DCGI-এর চূড়ান্ত ছাড়পত্রের।