এক্সপ্লোর
Advertisement
গরম বলে গরম! গোটা বিশ্বে সব গ্রীষ্মের রেকর্ড ভেঙে দিয়েছে ২০১৬
নয়াদিল্লি: ২০১৬ শেষ হতে এখনও ঢের দেরি। কিন্তু প্রথম ছ’মাসেই এ বছর বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে! বিজ্ঞানীরা এক কথায় জানাচ্ছেন, এ বছরই পৃথিবীর সর্বকালের সব থেকে গরম বছর, এমন পিচ গলানো, আম পাকানো গরম আর কস্মিনকালে কখনও পড়েনি। নাসা আধিকারিকরাও বলেছেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ বছর যা গরম পড়েছে, সে নজির আর কোনও কালে নেই।
গরমের মাত্রা দেখে এই প্রথম মিডইয়ার ক্লাইমেট অ্যানালিসিস প্রকাশ করেছে নাসা। তাতে দেখা যাচ্ছে, ২০১৬-র প্রতিটি মাস আধুনিক তাপমাত্রার রেকর্ডে অন্যান্য সব বছরের সেই মাসের থেকে বেশি উষ্ণ। এই হিসেব তারা কষেছে ১৮৮০ সাল থেকে! গরমের নিরিখে ২০১৫-কেও এ বছর ছাপিয়ে যাবে বলে নাসা মনে করছে। প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলস্রোত এল নিনো-র দাপটে এতটা গরম পড়েছে বলে পরিবেশবিদরা মনে করছেন। তবে তার থেকেও বেশি তাঁরা দায় চাপাচ্ছেন গ্রিনহাউস গ্যাসের ওপর। ২০১৭-য় এল নিনোর প্রভাব পুরোপুরি কমে যাবে বলে আশা, তখন গরমও এবছরের থেকে অল্প কমবে।
মাত্রাছাড়া এই গরম প্রভাব ফেলেছে উত্তর মেরু সাগরেও। ১২ বছরের মধ্যে এবারই সবথেকে বেশি বরফ গলেছে এখানে। সেপ্টেম্বরের মধ্যে উত্তর মেরু সাগরের বরফ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। ১৯৭০-এর দশকের শেষ ও ‘৮০-র দশকের শুরুতে উত্তর মেরু সাগরে যা বরফ ছিল এখন তার পরিমাণ তা থেকে ৪০ শতাংশ কম বলে তাঁরা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement