ফের ভ্যাকসিন রফতানি শুরু ভারতের, মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশমন্ত্রক
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মার্কিন উপ বিদেশমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।
ওয়াশিংটন: ভ্যাকসিন রফতানি ফের শুরু করতে চলেছে ভারত। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মার্কিন উপ বিদেশমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।শুক্রবার বিশ্বব্যাপী কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী হিসাবে ভারতের ভূমিকার গুরুত্ব উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদির কথাও উল্লেখ করেছেন তিনি।
ওয়েন্ডি শেরম্যানের কথায় কোভিড-১৯ এর বিরুদ্ধে নরেন্দ্র মোদির লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুইটে তিনি বলেন, "বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে, ভারত কোভিড -১৯ এর এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা UNGA-এর সময় গ্লোবাল কোভিড শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর অংশগ্রহণকে স্বাগত জানাই। ভারত টিকা রপ্তানি পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছে। এই ঘোষণাকে সাধুবাদ জানাই।"
সম্প্রতি চারটি দেশে করোনা-বিরোধী টিকার ১০ কোটি ডোজ রপ্তানি করেছে ভারত। নেপাল, মায়ানমার, ইরান এবং বাংলাদেশ ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় কোভিড -১৯ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ পেয়েছে। বৃহস্পতিবার এমনই তথ্য দিয়েছে সরকারি সূত্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বুধবার জানান, যে ভারত অক্টোবরে করোনা ভাইরাস ভ্যাকসিনের ২৮ কোটিরও বেশি শট তৈরি করবে কারণ এটি সরবরাহ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ভ্যাকসিনের সুষম বন্টন বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে।
টিকা রপ্তানি পুনরায় চালু করার ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক মঞ্চ স্বাগত জানিয়েছে। কোয়াড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি (ইইউ) ভারতের পদক্ষেপের প্রশংসা করেছে। ভ্যাকসিন সরবরাহ ফের চালুর জন্য ভারতের পদক্ষেপ বিশ্বে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় স্বস্তি।