Bangladesh Unrest: বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফেরানোর আহ্বান ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কংগ্রেস সদস্যের, হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
Bangladesh Unrest: বাংলাদেশ যেভাবে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কংগ্রেস সদস্য
ওয়াশিংটন: বাংলাদেশে তৈরি হওয়া অচলাবস্থার (Bangladesh Unrest) অবসান চেয়ে সেখানে ক্রমাগত হিংসাত্মক ঘটনা থামানোর আবেদন করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য শ্রী থান্ডার (Indian American Congressman Shri Thanedar)। বৃহস্পতিবার এই আবেদন জানিয়ে বর্তমানে সেখানে যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে তার অবসান চাইলেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করার আর্জিও জানান তিনি।
আরও পড়ুন: Bangladesh News: 'শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন', কবে? সময় জানিয়ে দিলেন তাঁর ছেলে
সম্প্রতি বাংলাদেশে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার সম্পর্কে একটি বিবৃতি জারি করে তিনি টুইট করেন, বাংলাদেশে বর্তমানে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ। এবং এই ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম আঘাত হানছে। গত মাসে সামাজিক সংস্কারের দাবিতে সংগঠিত ছাত্রদের আন্দোলন ক্রমেই গণ আন্দোলনের চেহারা নেয়। যার ফলশ্রুতিতে মৃত্যু হয় কয়েকশো মানুষের। তারপরই আন্দোলন ধীরে ধীরে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় পরিণত হয়েছে। যার শিকার হয়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বুদ্ধিস্ট ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা।
নিজের বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেছেন যে, বাংলাদেশে যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে তা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দাজনক। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে তাতে আমি বিশেষভাবে চিন্তিত। যেভাবে সেখানকার হিন্দু মন্দিরগুলি ধ্বংস করা হচ্ছে। বাড়িগুলি ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। আমি বাংলাদেশের বাসিন্দাদের কাছে অবিলম্বে এই হিংসার ঘটনা থামানোর আবেদন জানাচ্ছি। গত ৬ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তারপর থেকে দেশের ভার গ্রহণ করেছেন সেনাবাহিনী। এই পরিস্থিতিতে আমি বাংলাদেশের মানুষ ও সরকারি আমলা থেকে শুরু করে প্রত্যেকের কাছে হিংসার ঘটনা থামানোর জন্য আন্তরিক ভাবে আবেদন জানিয়ে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আবেদন জানাচ্ছি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'হিন্দুদের রক্ষা করুন', ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বড় বার্তা মোদির