১২ কোটি টাকার লটারি জিতলেন আবু ধাবিতে বসবাসকারী ভারতীয়
![১২ কোটি টাকার লটারি জিতলেন আবু ধাবিতে বসবাসকারী ভারতীয় Indian Man Wins Usd 1 9 Mn In Uae Draw ১২ কোটি টাকার লটারি জিতলেন আবু ধাবিতে বসবাসকারী ভারতীয়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/07190425/big-ticket-abu-dhabi_650x400_71504788178.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: আবু ধাবির মেগা লটারি ড্রয়ে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার জিতলেন সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী এক ভারতীয়।
খবরে প্রকাশ, মানেকুড়ি বারকে ম্যাথ্যু বিগ টিকিট আবু ধাবির সুপার ৭ সিরিজ ১৮৩-এর একটি টিকিট কিনেছিলেন তিনি। এদিন তাঁর টিকিট বাম্পার পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
এর ফলে, ৭ মিলিয়ন দিরহাম বা ১.৯ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১২.১৫ কোটি টাকা) জিতে নেন কেরলের বাসিন্দা মানেকুড়ি।
তবে, মানেকুড়ি একমাত্র ভারতীয় নন, যিনি এই মেগা ড্র থেকে লাভবান হয়েছেন। জানা গিয়েছে, আরও ৬ ভারতীয় ১ লক্ষ দিরহাম করে জিতেছেন।
এর আগে, গত মাসে আরেক ভারতীয় কৃষ্ণম রাজু থোকাচিচু এখানেই ১.৩ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৩ কোটি টাকা) জিতেছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)