গত তিন সপ্তাহে সিরিয়ার আল-করিয়াতেঁ শহরে ১১৬ জনকে হত্যা করেছে আইএস
বেইরুট: সিরিয়ার আল-করিয়াতেঁ শহরে অন্তত ১১৬ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। একটি আন্তর্জাতিক নজরদারি সংস্থা এমনটাই জানিয়েছে।
ব্রিটেনস্থিত সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আব্দেল রহমান দাবি করেন, ২০ দিনের ব্যবধানে অন্ততপক্ষে ১১৬ জনকে হত্যা করেছে। রামি জানান, আইএস-এর সন্দেহ, ওই মানুষগুলি তাদের বিরুদ্ধে সিরিয়া প্রশাসনকে মদত করেছে।
২০১৫ সালে, মধ্য হমস প্রদেশের আল-করিয়াতেঁ শহর দখল করেছিল আইএস। গত বছর, রুশ-বাহিনীর সহযোগিতায় এই শহর ফিরে পায় সিরিয়া-প্রশাসন। কিন্তু, তিন সপ্তাহ আগেই ফের এই শহর নিজেদজের দখলে নেয় আইএস। আর নিয়েই শুরু করে নির্মম হত্যালীলা। যদিও, শনিবার ফের একবার শহরকে আইএস-দখলমুক্ত করে সিরিয়ার সেনা।
রামি জানান, বাহিনী যখন এই শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মার্চ করছিল, তখন তারা জায়গায় জায়গায় মৃতদেহ দেখতে পায়। সকলকে হয় গুলি করে বা ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। রামির দাবি, তিন সপ্তাহ আগে যে জঙ্গিরা এই শহরকে পুনরায় দখল করে, তারা মূলত আইএস স্লিপার সেল ছিল। সকলেই প্রধানত এই শহরের বাসিন্দা। ফলত, তারা জানত, কারা আইএস-এর পক্ষে আর কারা বিপক্ষে।