এক্সপ্লোর
শ্রীনিবাস কুচিভোটলা হত্যা: অভিযুক্তর বিরুদ্ধে আনা হল বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ

(বাঁ দিক থেকে) মৃত শ্রীনিবাস কুটিভোটলা ও অভিযুক্ত অ্যাডাম পুরিন্টন
ওয়াশিংটন: ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা হত্যায় অভিযুক্ত অ্যাডাম পুরিন্টনের বিরুদ্ধে হেট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ আনল মার্কিন আদালত। ২২ ফেব্রুয়ারি কানসাসের এক বারে পুরিন্টনের গুলিতে শ্রীনিবাসের মৃত্যু হয়, আহত হন আর এক ভারতীয় অলোক মাদাসানি। তাঁদের বাঁচাতে গিয়ে গুলি খান ইয়ান গ্রিলট নামে এক যুবক। মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা ন্যায় দফতর পুরিন্টনকে শ্রীনিবাসকে গুলি করে খুন ও অলোককে খুনের চেষ্টার অভিযোগ এনেছে। বলেছে, জাতি, বর্ণ, ধর্ম ও জাতীয় পরিচয়গত কারণে তাঁদের গুলি করে ওই ব্যক্তি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমার দেশ থেকে বেরিয়ে যাও বলে চেঁচিয়ে উঠে শ্রীনিবাস ও অলোকের ওপর গুলি চালায় পুরিন্টন। দোষী প্রমাণিত হলে পুরিন্টনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন জেল। অভিযোগ করা হয়েছে, আগে থেকে রীতিমত প্ল্যান করে এই অপরাধ ঘটায় পুরিন্টন, এক ঘটনায় একাধিক ব্যক্তিকে খুন করার ছক কষেছিল সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















