এক্সপ্লোর
Advertisement
কুলভূষণ 'অপরাধে দোষী', মুক্তি দিতে বলেনি আন্তর্জাতিক ন্যয় আদালত, রায় স্বাগত, বললেন ইমরান
ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসারকে 'চরবৃত্তি ও সন্ত্রাসবাদে'র অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। পা্ল্টা আইসিজে-তে যায় ভারত।
ইসলামাবাদ: আন্তর্জাতিক ন্যয় আদালত (আইসিজে) কুলভূষণ যাদব ইস্যুতে পাকিস্তানকে চরম অস্বস্তিতে ফেলে গতকাল রায় দেওয়ার পর তাকে নিজের মতো ব্যাখ্যা করলেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রী ট্যুইটে আইসিজে-র রায়কে স্বাগত জানিয়ে দাবি করেছেন, কুলভূষণের মুক্তির নির্দেশ দেয়নি আদালত। কুলভূষণ পাকিস্তানি জনগণের বিরুদ্ধে অপরাধে দোষী এবং তাঁর দেশ আইন মতোই এব্যাপারে এগবে বলে ট্যুইটে জানিয়েছেন তিনি। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসারকে 'চরবৃত্তি ও সন্ত্রাসবাদে'র অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। পা্ল্টা আইসিজে-তে যায় ভারত।
Appreciate ICJ’s decision not to acquit, release & return Commander Kulbhushan Jadhav to India. He is guilty of crimes against the people of Pakistan. Pakistan shall proceed further as per law.
— Imran Khan (@ImranKhanPTI) July 18, 2019
হেগের আন্তর্জাতিক আদালত পাকিস্তানের সামরিক আদালতে কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে প্রবল আপত্তি জানিয়ে পাকিস্তানকে তুলোধনা করেছে। বলেছে, পাকিস্তান কুলভূষণের বন্দি হিসাবে প্রাপ্য অধিকার খর্ব করেছে। তাঁকে দোষী ঘোষণার রায় ও মৃত্যুদণ্ডের নির্দেশ খতিয়ে দেখুক, পুনর্বিবেচনা করুক পাকিস্তান, ততদিন তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে হবে। তা সত্ত্বেও আইসিজে-র রায় পাকিস্তানের অনুকূলে গিয়েছে বলে দাবি ইমরানের।
পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে আইসিজে তার রায়ে বলেছে, পাকিস্তান কুলভূষণকে ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার, আইনি সাহায্য পাওয়ার অধিকারের মর্যাদা না দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে। কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ বহাল রেখে আইসিজে বলেছে, ভারতকেও কুলভূষণের সঙ্গে কনস্যুলেট থেকে দেখা করার অধিকার দেয়নি পাকিস্তান।
১৫-১ ভোটে পাকিস্তানের বক্তব্য খারিজ করেছে তারা। ইসলামাবাদকে বলেছে, কুলভূষণকে তাদের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement