এক্সপ্লোর
স্বেচ্ছামৃত্যু, চিরঘুমে ৯/১১ হামলার পর উদ্ধারকার্যে অংশ নেওয়া ‘ব্রিট্যাগ্নি’
হিউস্টন: চিরনিদ্রায় পাঠিয়ে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা পরবর্তী উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ব্রিট্যাগ্নি-কে।
ব্রিট্যাগ্নি কোনও মানব নয়, আদতে গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয়। ১৬ বছর বয়স হয়ে যাওয়ায় প্রাকৃতিক নিয়মেই অথর্ব হয়ে পড়েছিল সে। তাই স্বেচ্ছামৃত্যু দিয়ে ব্রিট্যাগনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
৯/১১ হামলার সময় ব্রিট্যাগ্নি ও তার মালিক ডেনিস করলিসকে গ্রাউন্ড জিরোতে মোতায়েন করে টেক্সাস টাস্ক ফোর্স ১। সেই সময় তার ২ বছর বয়স ছিল। ৬ বছর আগেই তাকে অবসর দেওয়া হয়েছিল। কিন্তু, তারপরও অন্য সারমেয়দের প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় ব্রিট্যাগ্নিকে। শেষ দিন পর্যন্ত সকলের কাছেই আদরের পাত্রী ছিল ব্রিট্যাগ্নি।
স্বেচ্ছামৃত্যু দেওয়ার আগে তাকে শেষবার গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় এক ডজন দমকলকর্মী এবং সার্চ-অ্যান্ড রেসকিউ ডগ কমিউনিটি-র সদস্যরা। সকলেই চোখের জলে বিদায় জানান ব্রিট্যাগ্নিকে।
আমেরিকার পতাকায় মুড়িয়ে ব্রিট্যাগ্নির নিথর দেহকে হাসপাতাল থেকে বের করে আনা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement