এক্সপ্লোর
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বিরাট ভূমিকম্প, বহু বাড়িতে ফাটল
গত কুড়ি বছরে এই মাত্রার কম্পন ক্যালিফোর্নিয়ায় হয়নি। হয় একের পর এক বড় ছোট আফটারশক, কোনও কোনওটার মাত্রা ৫-এর ওপরে।
![আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বিরাট ভূমিকম্প, বহু বাড়িতে ফাটল Latest Southern California quake causes damage, injuries আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বিরাট ভূমিকম্প, বহু বাড়িতে ফাটল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/02/02202542/1530881251-Earthquake-PTI.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লস অ্যাঞ্জেলস: ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া। প্রাণহানির খবর না এলেও অনেকে জখম হয়েছেন, বেশ কয়েকটা বহুতলে ফাটল ধরেছে, রাস্তা ভেঙে পড়েছে, অগ্নিকাণ্ডও ঘটেছে। বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলেছেন, কারণ এখনও একাধিক আফটারশকের আশঙ্কা।
মোজাভে মরুভূমিতে বৃহস্পতিবার হয় ৬.৪ মাত্রার ভূমিকম্প। তারপর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই ৭-এর বেশি মাত্রার কম্পন। গত কুড়ি বছরে এই মাত্রার কম্পন ক্যালিফোর্নিয়ায় হয়নি। এরপরেই হয় একের পর এক বড় ছোট আফটারশক, কোনও কোনওটার মাত্রা ৫-এর ওপরে।
স্থানীয় সময় রাত ৮টা ১৯ মিনিটে শুরু হয় এই ভূমিকম্প, রিজক্রেস্ট এলাকাকে কেন্দ্র করে ১১ মাইল এলাকা জুড়ে। উত্তরে সাক্রামেন্টো, পূর্বে লাস ভেগাস ও দক্ষিণে মেক্সিকোতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে কেন্ট কাউন্টি এলাকার গুরুত্বপূর্ণ একটা রাস্তা পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে, ধসে গিয়েছে বেশ কয়েকটা রাস্তা। তবে প্রশাসন জানিয়েছে, বাড়িঘরে ফাটল ধরলেও ভেঙে পড়ার কোনও খবর নেই, অনেকে আহত হলেও কারও প্রাণহানি হয়নি।
এই ভূমিকম্পের ঠিক আগেই মোজাভে মরুভূমিকে ভূমিকম্প হয়। বিশেষজ্ঞরা বলেন, ১,৭০০-র বেশি আফটারশকের আশঙ্কা, আর এগুলি বছরের পর বছর ধরে চলতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)