এক্সপ্লোর
Advertisement
বই বিক্রি, বক্তৃতার অর্থে কোটিপতি মালালা
লন্ডন: তালিবানের হামলার শিকার হওয়ার পর বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন পাকিস্তানের তরুণী মালালা ইউসুফজাই। নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন তিনি। এবার কোটিপতিও হয়ে গেলেন এই তরুণী। সৌজন্যে তাঁর জীবন নিয়ে লেখা বই বিক্রি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে বক্তৃতা থেকে পাওয়া অর্থ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বের সঙ্গে যৌথভাবে লেখা বই ‘আই অ্যাম মালালা’ সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। গত বছরের অগাস্ট মাস পর্যন্ত এই বই বিক্রি থেকে ২২ লক্ষ পাউন্ড পেয়েছেন মালালা। কর দেওয়ার আগে তাঁর লাভ হয়েছে ১১ লক্ষ পাউন্ড। এই বইয়ের স্বত্ত্ব রক্ষা করার জন্য একটি কোম্পানি গঠন করা হয়েছে। মালালা, তাঁর বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এবং মা তুর পেকাই এই কোম্পানির শেয়ারহোল্ডার।
মালালা এখন ব্রিটেনের বার্মিংহামে থাকেন। তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য ১ লক্ষ ১৪ হাজার পাউন্ড নেন। সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়ার পর এখন নোবেল প্রাপকদের মধ্যে সবচেয়ে অর্থবানও হয়ে উঠেছেন মালালা। তাঁর বাবাও বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন।
অর্থবান হয়ে ওঠা মালালা সামাজিক কাজকর্মও করেন। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘মালালা ফান্ড’ সারা বিশ্বে মেয়েদের নিরাপদে পড়াশোনা করতে সাহায্য করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement