এক্সপ্লোর
Advertisement
সুপারমার্কেটে বেবিফুডে বিষ মেশানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা, জার্মানিতে গ্রেফতার এক ব্যক্তি
বার্লিন: জার্মানির একটি সুপারমার্কেটে বেবিফুডে বিষ মেশানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টার দায়ে গ্রেফতার করা হল ৫৩ বছর বয়সি এক ব্যক্তিকে। দক্ষিণ-পশ্চিম জার্মানির টিউবিঞ্জেন শহর থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি বেবিফুডে বিষ মেশানোর কথা স্বীকার করেনি। তবে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই সুপারমার্কেট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থাকে ই-মেল করে বলা হয়, শনিবারের মধ্যে এক কোটি ইউরো না দিলে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হবে। এরপর ব্ল্যাকমেল করা ওই ব্যক্তিই জানায় কনস্টাঞ্জের কাছে ফ্রেডরিখশ্যাফেন শহরেরর একটি সুপারমার্কেটে পাঁচটি বেবিফুডের জারে বিষ মেশানো হয়েছে। তদন্তকারীরা ওই জারগুলিকে শনাক্ত করেন। কিন্তু সেগুলির মধ্যে বিষের বদলে ইথিলিন গ্লাইকোল পাওয়া যায়। ওই সুপারমার্কেটের নজরদারি ক্যামেরায় সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখে সেই ছবি সর্বত্র ছড়িয়ে দেয় পুলিশ। এরপরেই ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়। তার বিরুদ্ধে খাবারে বিষ মিশিয়ে বাচ্চাদের খুনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেলের অভিযোগ প্রমাণিত হলে আরও ১৫ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement