এক্সপ্লোর
মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ নরেন্দ্র মোদীকে

ওয়াশিংটন: ৮ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে মোদীর। এই সফরের অঙ্গ হিসেবেই তাঁকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পল রায়ান বলেছেন, বিশ্বের এক গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব জরুরি। দুদেশ কীভাবে উন্নতি করতে পারে এবং একে অপরকে সাহায্য করতে পারে, এ বিষয়ে আলোকপাত করবেন মোদী। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচিত প্রধানের বক্তব্য শুনতে চান তাঁরা। মোদীর আগে রাজীব গাঁধী, পি ভি নরসিংহ রাও, অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিং মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার কার্যকাল শেষ হওয়ার আগে পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণ পেলেন মোদী। তাঁর সফরসূচি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















