এক্সপ্লোর
বিরুদ্ধ প্রচার! বিবিসি-র ৩ সাংবাদিককে বহিষ্কার উত্তর কোরিয়ার
![বিরুদ্ধ প্রচার! বিবিসি-র ৩ সাংবাদিককে বহিষ্কার উত্তর কোরিয়ার North Korea Expels 3 Bbc Journalists Complains Of Coverage বিরুদ্ধ প্রচার! বিবিসি-র ৩ সাংবাদিককে বহিষ্কার উত্তর কোরিয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/09163935/North-Korea-Party-Con_abpn-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পিয়ংইয়ং: শাসক দলের চলতি পার্টি কংগ্রেস কভার করতে আসা বিবিসির ৩ সাংবাদিককে বহিষ্কার করল উত্তর কোরিয়া। গত শুক্রবার পিয়ংইয়ং বিমানবন্দরে আটক করা হয় রুপার্ট উইংফিল্ড-হেইস নামে এক রিপোর্টার, তাঁর সঙ্গীদের। তাঁদের পিয়ংইয়ং বিমানবন্দর ছাড়ার সময় আটক করে টানা প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয়। রুপার্টরা তাঁদের দেশের মর্যাদা হানি করেছেন বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার ন্যাশনাল পিস কমিটির সেক্রেটারি জেনারেল ও রিয়ং টু বলেছেন, রুপার্টের প্রতিবেদনে তাঁদের দেশের গোটা ব্যবস্থা ও নেতৃত্ব সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে। সেটাই তাঁদের ‘অপরাধ’।
তাঁরা উত্তর কোরিয়া সফরে আসা নোবেল প্রাপকদের একটি দলের সঙ্গে ছিলেন। শুক্রবার তাঁদের সে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু বিমারনবন্দরে তাঁদের আটকে রেখে দীর্ঘ জেরা করে আজ বহিষ্কার করা হয় বলে ও রিয়ং জানিয়েছেন। ফের কোনওদিন তাঁরা উত্তর কোরিয়ায় ঢুকতে পারবেন না। রুপার্ট ক্ষমা চেয়েছেন বলেও দাবি রিয়ং-এর।
বিবিসি জানিয়েছে, রুপার্টের প্রডিউসার মারিয়া বায়ার্ন ও ক্যামেরাম্যান ম্যাথিউ গডার্ডকেও আটক করে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে বিমানে বেজিং পৌঁছেছেন তিনজন। আমরা এ ঘটনায় খুবই হতাশ, বলেছে বিবিসি।
ঘটনাচক্রে উত্তর কোরিয়া গত ৩৬ বছরে আয়োজিত প্রথম পার্টি কংগ্রেস কভার করতে শতাধিক বিদেশি সাংবাদিককে সে দেশে আসার ছাড়পত্র দিলেও মূল অনুষ্ঠানস্থলের ধারেকাছে তাঁদের ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। পরিবর্তে বিদেশি সাংবাদিকদের বাছাই করা কয়েকটি জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)