এক্সপ্লোর
ইদে ভুরিভোজ, ডায়রিয়া-ডিহাইড্রেশন, করাচিতে হাসপাতালে ভর্তি ৪ হাজারের বেশি
![ইদে ভুরিভোজ, ডায়রিয়া-ডিহাইড্রেশন, করাচিতে হাসপাতালে ভর্তি ৪ হাজারের বেশি Over 4000 Visit Karachi Hospitals Due To Overeating On Eid ইদে ভুরিভোজ, ডায়রিয়া-ডিহাইড্রেশন, করাচিতে হাসপাতালে ভর্তি ৪ হাজারের বেশি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/15194548/eid-food-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: ইদে ভুরিভোজ। অত্যাধিক পেটপুজোর জের। ফল হল মারাত্মক। ইদের খুশিতে মাত্রা ছাড়িয়ে খাওয়াদাওয়া করে পাকিস্তানের করাচিতে অসুস্থ হয়ে পড়েছেন ৪ হাজারের বেশি লোক। ইদে বেশি খেয়ে ফেলে ডায়রিয়া, ডিহাইড্রেশন, বমি ইত্যাদি নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে তাঁদের।
স্বাস্থ্য দপ্তরের মুখপাত্রকে উদ্ধৃত করে জিও টিভি-র খবর, ২২০০-র বেশি লোক জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কমপ্লেক্সে, হাজারখানেক লোক করাচির সিভিল হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, অতিরিক্ত খাওয়াদাওয়া করা ঠিক নয়। একেবারে যতটা প্রয়োজন, ততটাই খাওয়া উচিত। তৈলাক্ত, চটজলদি খাবার এড়িয়ে যাওয়াই ভাল। স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর ডাঃ শকুর আব্বাসি মাংসের পাশাপাশি দুপুরে, নৈশভোজে শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনিও বলেছেন, যাদের হার্টের রোগ আছে, হাইপারটেনশন ও ডায়াবেটিসে আক্রান্ত, তাঁরা নরম পানীয় থেকে দূরে থাকুন।
সিন্ধু প্রদেশের রাজধানীতে ইদের সময় ধর্মীয় প্রথা মেনে জন্তু-জানোয়ার কুরবানি দেওয়ার সময় নানা ধরনের আঘাত পেয়েও হাসপাতালে যেতে হয়েছে প্রায় এক হাজার লোককে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)