এক্সপ্লোর
বুগতির প্রত্যর্পণ চেয়ে ইন্টারপোলে যাচ্ছে পাকিস্তান
![বুগতির প্রত্যর্পণ চেয়ে ইন্টারপোলে যাচ্ছে পাকিস্তান Pakistan To Approach Interpol For Extradition Of Bugti বুগতির প্রত্যর্পণ চেয়ে ইন্টারপোলে যাচ্ছে পাকিস্তান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/16134620/Brahumdagh-Bugti--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে পাকিস্তানের রোষে ব্রাহুমদাগ বুগতি? সুইজারল্যান্ডে প্রবাসে থাকা বালুচ রিপাবলিকান পার্টির (বিআরপি) এই প্রতিষ্ঠাতার আর্জি খতিয়ে দেখছে ভারত। কিন্তু এবার বিদ্রোহী বালুচ নেতাটিকে শায়েস্তা করতেই কি তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে হাতে পেতে চাইছে পাকিস্তান? এজন্য ইন্টারপোলের সাহায্য চাইবে তারা। লিখিত ভাবে ইন্টারপোলের হস্তক্ষেপ চাইবে ইসলামাবাদ। পাক অভ্যন্তরীণমন্ত্রী নিসার আলি খানকে উদ্ধৃত করে পাক সংবাদপত্র ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ব্রাহুমবাগ বুগতির প্রত্যর্পণের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিক ভাবে আবেদন করবে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
গতকালই বুগতিকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে বলে ভারতকে হুঁশিয়ারি দেয় পাকিস্তান। বুগতিকে আশ্রয় দিলে ‘সন্ত্রাসবাদের সরকারি পৃষ্ঠপোষক’ হয়ে উঠবে ভারত, এমন কথাও বলে তারা।
বুগতি গত মঙ্গলবারই জেনিভায় ভারতীয় দূতাবাসের কাছে সরকারিভাবে আশ্রয়ের আবেদন পেশ করেন। নয়াদিল্লি তাঁকে বিমুখ করবে না বলে আশা তাঁর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর আর্জি খতিয়ে দেখছে।
২০১০ সালে পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে সুইজারল্যান্ড চলে যান ২০০৬ সালে পাক সেনার হাতে নিহত বালুচ জাতীয়তাবাদী নেতা নবাব আকবর খান বুগতির পৌত্র ব্রাহুমদাগ। তাঁকে সেবার ভারত সাহায্য করেছিল বলেও আগে অভিযোগ করেছিল পাকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)