এক্সপ্লোর
Advertisement
যখন প্রয়োজন নেই, ফিরেও তাকায় না আমেরিকা! ভারত-মার্কিন সখ্যে ‘উদ্বিগ্ন’ পাকিস্তানের কটাক্ষ
ইসলামাবাদ: পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদীর মার্কিন সফর! তেমনই ইঙ্গিত দিচ্ছে পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয় সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজের প্রতিক্রিয়া। তাতে তীব্র ক্ষোভ, অভিমানের সুরও রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর তিনদিনের মার্কিন সফরে দু দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বেশ কয়েকটি চুক্তিতে সই হওয়ার পরদিনই আজিজ উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত, মার্কিন ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিগত সম্পর্কে উদ্বিগ্ন আজিজ বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে সর্বশেষ ইস্যুগুলি নিয়ে আমেরিকার কাছে উদ্বেগ জানাবে পাকিস্তান। আগামীকালই দু দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা, জানিয়েছেন তিনি।
তাঁকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, প্রয়োজন হলেই পাকিস্তানের দরজায় এসে দাঁড়ায়, আর যখন তাকে দরকার হয় না, ফিরেও তাকায় না আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্যপদের দাবিকে সমর্থন করায়ও হতাশ পাকিস্তান। আজিজ বলেন, আমরা জোরালো ভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছি যে, কার্যকরী পরমাণু প্রতিরোধী হাতিয়ার রাখা পাকিস্তানের নিরাপত্তার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় লাগাতার যেভাবে স্ট্র্যাটেজিগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, তাতে পাকিস্তানের প্রতিক্রিয়া কী হবে, সেটা শুধু সে-ই ঠিক করবে।
রাষ্ট্রসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের চর অভিযোগে ধৃত কূলভূষণ যাদবের বিষয়টি পাকিস্তান তুলবে বলেও জানান আজিজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement