এক্সপ্লোর
গান গাইতে রাজি হননি, পাকিস্তানে গুলি করে মারা হল গায়িকাকে

ইসলামাবাদ: প্রাইভেট পার্টিতে গান গাইতে রাজি হননি। স্রেফ এ কারণে পাকিস্তানে এক গায়িকাকে গুলি করে মারল দুষ্কৃতীরা। অভিযুক্তদের ২ জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃতের নাম সুম্বুল খান, বয়স ২৫। বাড়ি পাকিস্তানের মর্দান এলাকায়। নিজেদের পার্টিতে গান গাওয়ানোর জন্য তুলে নিয়ে যেতে তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়ে ৩ জন। সুম্বুল গান গাইতে রাজি না হওয়ায় তাঁকে পরপর গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সুম্বুল কোনও অপরিচিত নাম নন, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন শোতে গান করেন তিনি। এক অভিযুক্তের নাম নইম খাট্টাক, সে আবার প্রাক্তন পুলিশ অফিসার। তাকে গ্রেফতার করা হয়েছে, বাকি ২ জন এখনও ফেরার। এর আগেও মহিলা শিল্পীদের ওপর পাকিস্তানে বারবার হামলা চলেছে। লাহোরে এর আগে নর্তকী-অভিনেত্রী কিসমত বেগকে খুন করা হয়। তার এক বছরের মাথায় এই ঘটনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















