এক্সপ্লোর
Advertisement
চার বছরের মেয়ের সামনে ছেলেকে গলা টিপে খুন, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত যুবক
জোহানেসবার্গ: চার বছরের মেয়ের সামনেই নিজের সাত বছরের ছেলেকে গলা টিপে মেরে ফেলল এক ভারতীয় বংশোদ্ভূত। দক্ষিণ আফ্রিকা পুলিশ ২৯ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়।
ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাঁর সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার ছিল। আফ্রিকার শিশু সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার দিন অভিযুক্ত নির্দিষ্ট সময়ের পরও সন্তানদের বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ একটি পার্কে ওই ব্যক্তিকে দুই সন্তানকে কোলে নিয়ে ঘুরতে দেখে। পুলিশের কাছে অভিযুক্ত দাবি করে, তাঁর ছেলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় দুই শিশুকেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাচ বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। চার বছরের মেয়েটি জানিয়েছে কীভাবে তার বাবা তার দাদাকে মেরে ফেলেছে।
নিহত শিশুর দিদিমা ট্রেসি সিনায়হাকাহ বলেছেন, খুনের আগে তিনি হোয়্যাটস্যাপে ভয়ঙ্কর একটা মেসেজ পেয়েছিলেন। মেসেজে ওই ব্যক্তি বলেন, কিছু হারাতে চলেছেন তাঁর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। ডারবানের ফোনিক্স টাউনশিপে এই ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী জমানায় শহরের ভারতীয় সম্প্রদায়কে বলপূর্বক বসবাস করানোর জন্য এই টাউনশিপ গড়ে তোলা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement