এক্সপ্লোর
Advertisement
বিয়ের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আপ্লুত নবদম্পতি বললেন, ‘দারুণ ভদ্রলোক’
সিডেন্টকে নেমতন্ন করেছিলেন। কিন্তু তা বলে যে তিনি সত্যিই বিয়ের অনুষ্ঠানে চলে আসবেন তা ভাবতেও পারেননি আমেরিকার নিউজার্সির বেডমিনস্টারের এক নবদম্পতি। গলফ ক্লাবের বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে প্রথমটা বিশ্বাসই হচ্ছিল না ওই নবদম্পতির। তাঁরা দুজন তো বটেই, অতিথিরাও ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগান তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিউ জার্সি: প্রেসিডেন্টকে নেমতন্ন করেছিলেন। কিন্তু তা বলে যে তিনি সত্যিই বিয়ের অনুষ্ঠানে চলে আসবেন তা ভাবতেও পারেননি আমেরিকার নিউজার্সির বেডমিনস্টারের এক নবদম্পতি। গলফ ক্লাবের বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে প্রথমটা বিশ্বাসই হচ্ছিল না ওই নবদম্পতির। ট্রাম্প আসতেই তাঁরা দুজন তো বটেই, অতিথিরাও ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগান তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বর বিজে মোঙ্গেল্লি বলেছেন, খুবই অবাক হয়ে গিয়েছিলেন তিনি। তিনি বলেছেন, এটা ঠিক যে তাঁরা বেশ কয়েকবার প্রেসিডেন্টকে ট্রাম্পকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। কিন্তু ট্রাম্প যে সত্যিই চলে আসবেন, তা তাঁরা ভাবতেও পারেননি।
অনুষ্ঠানস্থলে এসে ট্রাম্প প্রথমে কনের সঙ্গে দেখা করতে পা বাড়িয়েছিলেন। তখন বর মোঙ্গেল্লি অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানাতে ট্রাম্পকে অনুরোধ করেন। প্রেসিডেন্ট সেই আর্জিতে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় স্লোগান।
টাই ছাড়াই ডার্ক শ্যুট পরে রিসেপশনে চলে আসেন ট্রাম্প। দরকাজ সামনে দাঁড়িয়ে তিনি অতিথিদের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান।
এরপর কনের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট। নবদম্পতি ট্রাম্পের দুপাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। সেই সময় বর-কনে সহ অতিথিরাও ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।
আপ্লুত মোঙ্গেল্লি বলেছেন, প্রেসিডেন্ট দারুণ ভদ্রলোক।
মোঙ্গেল্লি বলেছেন, তাঁরা ট্রাম্পেরই সমর্থক। রিসেপশনে বেশিরভাগ অতিথিও তাই।
মার্কিন প্রেসিডেন্ট শনিবারটা বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে ছিলেন। রবিবার হোয়াইট হাউসে ফিরে যান।
এভাবে বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রনে ট্রাম্পের সাড়া দেওয়াটা নতুন নয়। বছর দুয়ের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে ফ্লোরিডায় একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement