এক্সপ্লোর
Advertisement
ইরান থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারত-চিনের উপরেও নিষেধাজ্ঞা, চাপ ট্রাম্পের
ওয়াশিংটন: ভারত, চিন ও ইউরোপের দেশগুলি এ বছরের ৪ নভেম্বরের মধ্যে ইরান থেকে অশোধিত তেল আমদানি বন্ধ করুক। এমনই চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সব সহযোগী দেশকেই ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে বলেছেন ট্রাম্প। এই পরিকল্পনা কার্যকর করার জন্য তিনি সরকারি আধিকারিকদের ভারত, চিন ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন।
মার্কিন বিদেশ দফতর সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। যে দেশগুলি ইরান থেকে তেল আমদানি বন্ধ করবে না, তারাও নিষেধাজ্ঞার কবলে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা সব দেশগুলির রাজধানীকে সতর্ক করে দিয়েছেন, এবার আর নিষেধাজ্ঞার আওতা থেকে কোনও দেশকে ছাড় দেওয়া হবে না। আগামী দিনে তেহরানের উপর চাপ বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান থেকে যে দেশগুলি তেল আমদানি করে, তার মধ্যে ভারত ও চিন অন্যতম। সেই কারণে নয়াদিল্লি ও বেজিংকে ইরান থেকে তেল আমদানি কমাতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশগুলিকেও একই হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
গত মাসেই ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি বাতিল করে দিয়েছেন। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি ও ইরানের মধ্যে এই চুক্তি হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, ইরান ভবিষ্যতে পরমাণু প্রকল্প বন্ধ করে দেবে। এরপর ইরান ১,৩৩৯টি পণ্য আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা জারি করারও উদ্যোগ নিয়েছে তেহরান। এরই পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement