এক্সপ্লোর
Advertisement
ইমরান-ট্রাম্প বৈঠকের পর এফ ১৬ যুদ্ধবিমানের ব্যবহারে নজরদারির জন্য পাকিস্তানকে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার সামরিক বিক্রিতে সায় পেন্টাগনের
মার্কিন বিদেশ দপ্তরের জনৈক কর্তা জানিয়েছেন, ২০১৮র জানুয়ারি প্রেসিডেন্ট নিরাপত্তা সংক্রান্ত সহায়তা স্থগিত রাখার যে পদক্ষেপ ঘোষণা করেছিলেন, তাতে কোনও বদল হচ্ছে না। তিনি বলেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ফের বলেছেন যে, আমাদের সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে তাল রেখেই কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত সহায়তা কর্মসূচি ফের শুরুর কথা ভেবে দেখা যেতে পারে।
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প, ইমরান খানের বৈঠকের দিনকয়েক বাদে পেন্টাগন পাকিস্তানকে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি অনুমোদনের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানাল মার্কিন কংগ্রেসকে। এর মাধ্যমে পাকিস্তানের এফ-১৬ যু্দ্ধবিমানের নজরদারি চালানো হবে। বর্তমানে পাকিস্তানকে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা বন্ধ রেখেছে আমেরিকা। সেই নীতিতে কোনও বদল হচ্ছে না। একটি কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, পেন্টাগনের বিজ্ঞপ্তিতে পাকিস্তানকে সামরিক সহায়তা পুনরায় চালু করার কথা বলা হয়নি। ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বিমানের ক্ষেত্রে সামান্যই। তা কেবলমাত্র যুদ্ধবিমানগুলি সারাক্ষণ নজরদারির জন্যই। তাছাড়া এটা হবে বিদেশি সামরিক বিক্রির আওতায়। যার অর্থ পাকিস্তানকে দাম দিতে হবে। মার্কিন করদাতাদের একটি পয়সাও এর পিছনে যাবে না। এই অর্থ খরচ হবে মূলত পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমানের ব্যবহারে নজরদারি চালানো ৬০ মার্কিন কন্ট্র্যাক্টরের বেতন দিতে।
মার্কিন বিদেশ দপ্তরের জনৈক কর্তা জানিয়েছেন, ২০১৮র জানুয়ারি প্রেসিডেন্ট নিরাপত্তা সংক্রান্ত সহায়তা স্থগিত রাখার যে পদক্ষেপ ঘোষণা করেছিলেন, তাতে কোনও বদল হচ্ছে না। তিনি বলেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ফের বলেছেন যে, আমাদের সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে তাল রেখেই কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত সহায়তা কর্মসূচি ফের শুরুর কথা ভেবে দেখা যেতে পারে। এই প্রস্তাবিত বিক্রি আমেরিকার বিদেশনীতি, জাতীয় নিরাপত্তার সহায়ক হবে। তা সর্বক্ষণ মার্কিন লোকজনের উপস্থিতিতে নজরদারির মাধ্যমে আমেরিকার প্রযুক্তিকে রক্ষা করবে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বিদেশ দপ্তর আনুমানিক ১২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে এফ ১৬ কর্মসূচির প্রতি লাগাতার সমর্থন হিসাবে টেকনিক্যাল সিকিউরিটি টিমের জন্য পাকিস্তানকে সম্ভাব্য বিদেশি সামরিক বিক্রি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতি অনুসারে, পাকিস্তান টেকনিক্যাল সাপোর্ট পরিষেবা বহাল রাখার আবেদন করেছিল, বলেছিল, পাকিস্তান পিস ড্রাইভ অ্যাডভান্সড এফ-১৬ কর্মসূচির সমর্থনে পরিকাঠামো সহায়তা বজায় রাখা হোক।
প্রসঙ্গত, পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে, শেষবার বালাকোটে ভারতীয় বায়ুসেনার আকাশপথে অভিযানের পর। যদিও পেন্টাগন প্রস্তাবিত সামরিক বিক্রির ফলে উপমহাদেশের মূল সামরিক ভারসাম্য বদলাবে না বলে জানিয়ছে। বলেছে, এই প্রস্তাবিত বিক্রির ফলে ৬০ জন কন্ট্র্যাক্টর প্রতিনিধিকে পাকিস্তানে নিযুক্ত করতে হবে পিস ড্রাইভ এফ-১৬ কর্মসূচির অঙ্গ হিসাবে গোটা অপারেশন দেখাশোনায় সাহায্য করার জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement