Lottery Jackpot: নিখাদ ভুল! আর সেই ভুলেই একসঙ্গে জোড়া লটারিতে মিলল ৫.৫ কোটি টাকা
Lottery Jackpot:গত ২৭ নভেম্বর তিনি বাড়িতেই ছিলেন। সময় কাটাতে লটারি ফর লাইফ-এর একটি টিকিট কেনার পরিকল্পনা করেন। বাড়িতে বিছানায় বসেই তিনি লটারির টিকিটের জন্য অনলাইনে বিস্তারিত পূরণ করতে শুরু করেন।
নর্থ ক্যারোলিনা: কথায় আছে উপরওয়ালা যখন দেন, হাত উপুড় করেই দিয়ে থাকেন। আর এই প্রবাদ অনেক সময় বাস্তব জীবনেও সত্য বলে প্রমাণিত হয়। কেউ কেউ এ রকম হাত উপুড় করা দানই পেয়ে যান, যা তাঁরা কল্পনাও করতে পারেন না। আমেরিকার এক ব্যক্তির সঙ্গে এমনটাই হয়েছে। আসলে ওই ব্যক্তি ভুল করে একই লটারির দুটি টিকিট কেটে ফেলেছিলেন। আর সেই ভুলেই কপাল ফিরল ওই ব্যক্তির। কোনও একটি লটারি জেতা এক জিনিস। আর দুটি অভিন্ন লটারির টিকিট কেনা এবং দুটিতেই জ্যাকপট জেতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটি লটারির টিকিতে সবমিলিয়ে ওই ব্যক্তি ৫.৫ কোটি টাকা জিতে নিয়েছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে. আমেরিকা উত্তর ক্যারোলিনা প্রদেশের বাসিন্দা স্কটি টমাস নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারির আধিকারিকদের জানিয়েছেন, গত ২৭ নভেম্বর তিনি বাড়িতেই ছিলেন। সময় কাটাতে লটারি ফর লাইফ-এর একটি টিকিট কেনার পরিকল্পনা করেন। বাড়িতে বিছানায় বসেই তিনি লটারির টিকিটের জন্য অনলাইনে বিস্তারিত পূরণ করতে শুরু করেন। সেই সময় বুঝতেই পারেননি যে, কখন তিনি দুবার নিজের সম্পর্কে বিস্তারিত পূরণ করে দুটি টিকিট কিনে ফেলেছেন। ৪৯ বছরের টমাস বলেছেন, আমার মনে হয়েছিল যে, একটি ছবিই কিনেছি। পরের দিন আমার ছেলে জিজ্ঞাসা করে, একটি লটারির জন্য কেন দুটি আলাদা আলাদা অর্থ তালিকাভূক্ত হয়েছে। এরপর ও জানতে পারে যে, ভুল করে একটি লটারির ২ টি টিকিট কিনে ফেলেছি।
টমাস বলেছেন, একটি লটারিরই দুটি টিকিট কিনে ফেলেছি বুঝতে পেরে একটু আফসোসও হয়েছিল। কিন্তু তাঁর কপালে বোধহয় অন্য কিছুই ছিল। কয়েকদিন পরেই টমাস জানতে পারেন যে, তাঁর দুটি টিকিটই লেগে গিয়েছে। আর এ কথা বিশ্বাস করতে পারছিলেন না টমাস। তিনি বলেছেন, জোড়া লটারি জেতার খবর পেয়ে কিছুক্ষণ তো মেঝেতেই শুয়ে পড়েছিলাম। আসলে বিশ্বাস হচ্ছিল না যে, দুটি লটারিই লেগে গিয়েছে। এটা কোনও চমৎকার বা আশীর্বাদের থেকে কোনও অংশে কম নয়।
এখন টমাস লটারি থেকে প্রাপ্ত অর্থ নিজের ব্যবসায় লগ্নির পাশাপাশি একটি বাড়ি কেনার কাজে ব্যয় করতে চান। সেইসসঙ্গে কিছু বিল মেটানো ও পরিবারের সাহায্যের জন্য ওই অর্থ ব্যয় করবেন।