এক্সপ্লোর
Advertisement
মর্মস্পর্শী: মনোবল বাড়াতে আইসিআই-তে ভর্তি নিঃসঙ্গ বৃদ্ধ কোভিড আক্রান্তকে জড়িয়ে ধরলেন চিকিৎসক
গত প্রায় দশ মাসে ছবিটা একটুও বদলায়নি। করোনা সংক্রমণ ও মৃত্যুতে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু সেসব সরিয়ে রেখে রোগীর মনোবল বাড়াতে আইসিইউয়ে ঢুকে পড়লেন চিকিৎসক জোসেফ ভারন।জড়িয়ে ধরলেন কোভিড আক্রান্ত এক বৃদ্ধকে। সেই ছবি এখন ভাইরাল।
হাউস্টন: গত প্রায় দশ মাসে ছবিটা একটুও বদলায়নি। করোনা সংক্রমণ ও মৃত্যুতে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু সেসব সরিয়ে রেখে রোগীর মনোবল বাড়াতে আইসিইউয়ে ঢুকে পড়লেন চিকিৎসক জোসেফ ভারন।জড়িয়ে ধরলেন কোভিড আক্রান্ত এক বৃদ্ধকে। সেই ছবি এখন ভাইরাল।
আমেরিকার হাউস্টনের ইউনাইটেড মেমোরিয়াল মেডিক্যাল সেন্টারে ২৫১ দিন ধরে লড়াই করছেন চিকিৎসক জোসেফ ভারন। করোনা রোগীদের সুস্থ করে তুলতে আড়াইশো দিন পেরিয়ে গেলেও তিনি নিজে ছুটি নেননি। রোগীরা যাতে মানসিকভাবে দুর্বল হয়ে না পড়েন সেদিকেও লক্ষ্য রাখেন তিনি। আমেরিকার থ্যাঙ্কসগিভিং ডে-তে সংক্রমণের ভয় দূরে ঠেলে পিপিই পরে ঢুকে পড়লেন কোভিড রোগীর আইসিইউয়ে। জড়িয়ে ধরলেন কোভিড ১৯ আক্রান্ত বৃদ্ধকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন চিত্রগ্রাহক গো নাকামুরা। যা বিশ্বজুড়ে সমস্ত স্বাস্থ্য কর্মীদের অনুপ্রাণিত করবে।
যে হারে আমেরিকায় সংক্রমণ বেড়েই চলেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোসেফ। তিনি জানিয়েছেন, হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সদের। থ্যাঙ্কসগিভিং ডে-তে ভারন বলেছেন, ’’এই অবস্থার দ্রুত পরিবর্তন না হলে ক্রিসমাস উপলক্ষ্যে আধুনিক আমেরিকার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কালোতম দিন আসতে চলেছে।‘‘
হু হু করে সংক্রমণ বাড়ছে আমেরিকায়। শুধু টেক্সাসে গত এক সপ্তাহে মারা গিয়েছেন ২১,৫০০ জন। আক্রান্ত ১২ লক্ষ পেরিয়েছে। কিন্তু এ সব পরিসংখ্যানও তেমন আমল দিচ্ছেন না আমেরিকাবাসী। ভারন জানিয়েছেন থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ্যে বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। ওই চিকিৎসক জানিয়েছেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হলে নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে থাকাই শ্রেয়। যতদিন প্রতিষেধক না আসছে, ততদিন সামাজিক দূরত্ব-সহ যাবতীয় সাবধানতা মেনে চলতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement