এক্সপ্লোর
Advertisement
দুদেশের সম্পর্কে গেরোয় ভারতে আসার মেডিকেল ভিসা না পেয়ে সুষমাকে আবেদন ক্যান্সার আক্রান্ত পাকিস্তানি যুবতীর
ইসলামাবাদ: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষমা স্বরাজের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে কোনও ভারতীয় সমস্যায় পড়ে রাত দুটোর সময়ও বিদেশমন্ত্রীকে ট্যুইট করে জানালে ১৫ মিনিটে তিনি জবাব দেন, সরকার দ্রুত ব্যবস্থা নেয়। এর নামই সুশাসন।
এবার ফৈজা তনবীর নামে ক্যান্সার আক্রান্ত পাকিস্তানি যুবতী ভারতে চিকিত্সা করাতে আসার জন্য মেডিকেল ভিসা না পেয়ে দ্বারস্থ হলেন সুষমার।
২৫ বছরের ওই যূবতী গাজিয়াবাদের ইন্দ্রপ্রস্থ ডেন্টাল কলেজ ও হাসপাতালে চিকিত্সা করানোর সিদ্ধান্ত নেন, এমনকী এজন্য অগ্রিম ১০ লক্ষ টাকাও দেন বলেও খবর ডন অনলাইনের। ফৈজা, তাঁর মাকে আসতে বলেছে গাজিয়াবাদ হাসপাতাল। তাঁরা ২০ দিনের মেডিকেল ভিসা চেয়েছেন।
কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি অনাস্থা, অবিশ্বাসের প্রেক্ষাপটে দু দেশের সম্পর্কের অবনতি হওয়ার উল্লেখ করে ফৈজার মেডিকেল ভিসার আর্জি নাকচ করে দেয় ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন।
@SushmaSwaraj
pakistani hun sufrring in ameloblastoma . India ana cahti hun or half payment b kr di hai please mam save my life 03355255999
— Faiza Tanveer (@FaizaTanveer8) July 6, 2017
ফৈজার মা পরভিন আখতার জানান, ভারতীয় হাইকমিশনের অফিসাররা তাঁদের বলেছেন, পাক প্রধানমন্ত্রীর বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ যদি এ ব্যাপারে সুষমা স্বরাজকে চিঠি লেখেন, তাহলে মেডিকেল ভিসা মিলতে পারে। মেয়ের ভিসার আবেদন মঞ্জুর হওয়ার জন্য দু দেশের রাজনীতিকদের কাছে আবেদন জানিয়েছেন ফৈজার মা।
ফৈজা এমন এক ধরনের মুখের ক্যানসারে ভুগছেন, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। ডাক্তারি অভিধানে এর নাম অ্যামেলোব্লাসটোমা।
পরভিন বলেন, ক্যান্সার প্রভাবিত জায়গার পাশেই চোখ, নাক, কান থাকার ফলে ফৈজাকে কেমোথেরাপি দেওয়া ঝুঁকির ব্যাপার। জিন্না হাসপাতালে কেমোথেরাপি দেওয়া যাবে কিন্তু আগে সেজন্য ফৈজার দুচোখের মনি সরাতে হবে। এতে সায় নেই ফৈজা, তাঁর মায়ের।
ভারতে চিকিত্সার খরচ আমেরিকা, সিঙ্গাপুরের তুলনায় কম বলে তাঁরা এ দেশে আসতে চান। গাজিয়াবাদের প্রতিষ্ঠানটি ফৈজার চিকিত্সার খরচ আনুমানিক ২০ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement