এক্সপ্লোর
Advertisement
বিমানে গান শুনতে শুনতে হেডফোনে বিস্ফোরণ, মুখ পুড়ে গেল মহিলা যাত্রীর
মেলবোর্ন: বেজিং থেকে মেলবোর্ন যাওয়ার পথে বিমানের মধ্যে হেডফোন ফেটে আহত হলেন এক মহিলা। তাঁর মুখের একাংশ পুড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিমানে এই প্রথম এই ধরনের দুর্ঘটনা ঘটল।
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটেছে। ওই মহিলা ব্যাটারিচালিত হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘণ্টাদুয়েক পড়ে আচমকা বিস্ফোরণ ঘটে। হেডফোনে আগুন লেগে যায়। ওই মহিলা মুখে আঘাত পান। তিনি হেডফোনটি বিমানের মেঝেতে ছুঁড়ে ফেলেন। বিমানটি মেলবোর্ন বিমানবন্দরে নামা পর্যন্ত পোড়া গন্ধ, ধোঁয়া ছিল। এর ফলে অন্য যাত্রীদেরও সমস্যা হয়।
আহত মহিলা বলেছেন, ‘বিস্ফোরণের ফলে হেডফোনে আগুন ধরে যাওয়ায় আমি দু হাতে মুখ চেপে ধরি। এর ফলে হেডফোনটি গলার কাছে চলে যায়। আগুনের ফলে আমার মুখ, গলায় জ্বালা করতে থাকে। আমি হেডফোনটি ছুঁড়ে ফেলে দিই। উড়ানের বাকি সময়টাতে আগুন জ্বলছিল।’
ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হেডফোনের ব্যাটারিতে আগুন ধরে গিয়েছিল। এবার থেকে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের হাতে থাকা ব্যাগে ব্যাটারি রাখার অনুমতি দেওয়া হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement