এক্সপ্লোর
Advertisement
আমিরকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ভাবনায় খুশি চিন, আরও বলিউডি ছবি আসুক, চান শি
উহান: চিনা প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক ভারতীয় ছবি দেখেছেন, যার মধ্যে হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষার ছবিও রয়েছে। তিনি মনে করেন, বলিউডি ছবি চিনে আসবে, পাল্টা চিনের সিনেমা ভারতে যাবে, এটা খুব ভাল হবে। নরেন্দ্র মোদী-শি জিনপিং দুদিনের অঘোষিত সামিটের পর সাংবাদিকদের এ কথা জানান বিদেশ সচিব বিজয় গোখেল।
দুই রাষ্ট্রনেতা আধ্যাত্মিকতা, বাণিজ্য, প্রযুক্তি, ঐতিহ্য ও সিনেমা সহ বিনোদন ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। বলেন, প্রেসিডেন্ট শি বলেছেন, তিনি বলিউড, আঞ্চলিক ভাষা মিলিয়ে অনেক ভারতীয় ছবি দেখেছেন এবং আরও বেশি ভারতীয় ছবি চিনে এলে, অন্যদিকে চিন থেকেও বেশি ছবি ভারতে গেলে দারুণ হবে।
মোদীকে মুগ্ধ করে ১৯৮২-র বলিউডি সুপারহিট গান তু তু হ্যায় ওহি দিল নে জিসে আপনা কহা-র সুর বাজিয়ে শোনান চিনা শিল্পীরা। শি মোদীকে গত বছর জানিয়েছিলেন, আমির খানের 'দঙ্গল' ছবিটি দারুণ উপভোগ করেছেন তিনি। চিনে সুপারহিট হওয়া ছবিটি ১১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে বহু রেকর্ড ভেঙে দিয়েছে।
গতকাল উহান সামিট শুরু হওয়ার আগেও চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং একটি মিডিয়া রিপোর্টে উচ্ছ্বাস প্রকাশ করেন যাতে বলা হয়েছে, ভারত দুটি দেশের বাণিজ্য চাঙ্গা করতে আমির খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করতে চাইছে। তিনি বলেন, খবরটা দেখেছি। আমরা সবাই জানি, আমির খান একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা। আমাকে ধরে চিনের বহু মানুষ তাঁর কুস্তি ছবিটি দেখেছেন।
শুধু দঙ্গল-ই নয়, আমির অভিনীত সিক্রেট সুপারস্টারও ভাল ব্যবসা করে সুনাম পেয়েছে চিনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement