(Source: ECI/ABP News/ABP Majha)
Do You Know: খাবার খেয়ে কেঁদে ফেলেন এই রোগীরা! কেন এমনটা হয়?
Crocodile Tears: খাওয়ার সময় একজনের চোখ থেকে জল পড়া 'ক্রোকোডাইল টিয়ার্স সিনড্রোম' রোগের কারণে হয়ে থাকে।
নয়া দিল্লি: সাধারণত কোনও আঘাত বা যে কোনও ধরনের ব্যথার কারণে মানুষের চোখ থেকে জল পড়তে থাকে। তবে কান্নার পাশাপাশি কখনো কখনো খুশিতেও চোখে জল চলে আসে, কিন্তু আপনি কি কখনও শুনেছেন যে খাবার খেতে খেতে মানুষ কাঁদতে শুরু করে? হয়তো শোনেননি!
যদিও, খাবার খুব গরম বা মশলাদার হলে চোখ থেকে জল আসা স্বাভাবিক, তবে আমরা এখানে যে কারণটির কথা বলছি তা লঙ্কার ঝালের জন্য নয়। আসলে এটি এক ধরনের রোগ, যাকে বলা হয় 'ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম'।
এই রোগটি গুস্টো ল্যাক্রিমেশন নামে পরিচিত
খাওয়ার সময় একজনের চোখ থেকে জল পড়া 'ক্রোকোডাইল টিয়ার্স সিনড্রোম' রোগের কারণে হয়ে থাকে। এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কান্নার সঙ্গে খাবারের স্বাদ বা তৃষ্ণার কোন সম্পর্ক নেই, বা মশলাদার খাবারের কারণেও এটি ঘটে না। আসলে এর পেছনের কারণ হল 'ল্যাক্রিমাল গ্ল্যান্ড'। যখন এই গ্রন্থির উপর খারাপ প্রভাব পড়ে তখন এই সিনড্রোম আপনাআপনিই দেখা দেয় এবং খাবার খাওয়ার সময় আক্রান্ত ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। এই সিন্ড্রোম গুস্টো-ল্যাক্রিমেশন নামেও পরিচিত।
আরও পড়ুন, পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়তে চলেছে DA
নিরাময় নেই?
অডিটি সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনে ঝাং নামের এক ব্যক্তি এই রোগে আক্রান্ত। যখনই সে মুখে এক টুকরো খাবার রাখে, তখনই তার চোখ থেকে জল ঝরতে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোকোডাইল টিয়ার সিনড্রোমের আগে ঝাং 'ফেসিয়াল প্যারালাইসিস'-এ ভুগছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে প্রায় ৯৫ জন মানুষ এই রোগে আক্রান্ত। চিকিত্সকদের কাছে এই রোগের সঠিক কোনো চিকিৎসা না থাকা চিন্তার বিষয়।