Ilavatta Kal: ইলাভাট্টা কাল : জোর যার, খেলা তার !
Ilavatta Kal of Pongal: একশো কেজির পাথর তুলতে হবে। পোঙ্গলের এই খেলার রীতি রীতিমতো চমকে দেওয়ার মতোই।
কলকাতা: বঙ্গে যেমন পৌষ পার্বণ, দাক্ষিণাত্যে তেমনই পোঙ্গল। মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। আবার এই দিনটি পালনের রীতিও বিভিন্ন স্থানে বিভিন্নরকম। যেমন বঙ্গে পিঠেপুলির ঢালাও আয়োজন হয় এই দিন, তেমনই কিছু জায়গায় রয়েছে ঘুড়ি ওড়ানোর চল। আবার দক্ষিণ ভারতে একটি বিশেষ খেলার চল রয়েছে সেটি হল ইলাভাট্টা কাল। দক্ষিণ ভারতের জালিকাট্টুর মতো জনপ্রিয় এই খেলা। তবে ওই অঞ্চলে ইলাভাট্টা খেলার ইতিহাস বেশ প্রাচীন। এমনকি আজ যা পোঙ্গলের দিন খেলা হয়, আগে তা খেলা হত অন্য কারণে।
বর খোঁজার রীতি!
শুনতে অবাক লাগছে এটাই সত্যি। একটা সময় বর খোঁজার জন্য গায়ের জোরের পরীক্ষা নেওয়া হত। আর সে পরীক্ষায় পাশ করতে পারলে তবে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে। কিন্তু এই গায়ের জোরের পরীক্ষা হবে কী করে? তখনই এমন খেলার উপায় বাতলে দেওয়া হল। ইলাভাট্টা কাল খেলতে হলে প্রথমেই চাই গায়ের জোর। তা না থাকলে এ খেলা খেলা মুশকিল। তবে শুধু গায়ের জোর থাকলেও চলে না। জানতে হয় কায়দাও। কীভাবে খেলা হয় ইলাভাট্টা কাল? নিয়মটা জানলেই ব্যাপারটা স্পষ্ট হবে।
ইলাভাট্টা কাল খেলার নিয়ম
ইলাভাট্টা কাল খেলার মূল আকর্ষণ একটি পাথর। যে সে পাথর নয়, এর ওজন কমপক্ষে ৮০ থেকে ১০০ কেজি। আর পাথরের গা একেবারেই মসৃণ। এমন পাথরই তুলতে হবে দুই হাতে। তার পর সেটি নিজের পিছন দিকে কোনও ক্ষতি ছাড়াই ফেলতে হবে। গায়ে অনেক জোর থাকলেও এই পাথর তোলা রীতিমতো কঠিন। কারণ পাথরটির গা একেবারেই মসৃণ। ফলে তোলার সময় পদে পদে পায়ের উপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যা হলে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে একজন।
কারা অংশ নেন এই খেলায়?
খুব কম মানুষই এই খেলাটি খেলার সাহস দেখান। পোঙ্গলের দিন এই খেলা হলেও অংশগ্রহণকারীদের সংখ্যা অনেকটাই কম হয়।
মহিলারাও খেললেন এই খেলা!
সম্প্রতি মহিলাদের মধ্যে ইলাভাট্টা কাল খেলার আয়োজন হয়েছিল তামিলনাডুর চেঙ্গালপট্টুতে। সেখানে বেশ কয়েকজন মহিলা এই খেলায় অংশ নেন। এই দিনের খেলায় একটি ৭৫ কেজি ওজনের পাথর তোলাই ছিল চ্যালেঞ্জ। একই সঙ্গে খেলায় জিতে পুরস্কারও ছিনিয়ে নেন। ছেলেদের খেলা হলেও এই খেলাটি আয়োজন করা হয় মহিলাদের জন্য। নারীশক্তির প্রতীকী পরিচয় তুলে ধরতেই এই খেলাটির আয়োজন করা হয়েছিল। তবে খেলায় শুধু যে এক তরুণী এই পাথর তুলে দেখিয়েছেন তা নয়। এক বয়স্ক মহিলাও অসীম ক্ষমতার পরিচয় দিয়েছেন। একই সঙ্গে অনুষ্ঠানের সেরার শিরোপাও ছিনিয়ে নেন।
আরও পড়ুন: Tooth brushing: সকাল, দুপুর না রাত ? দাঁত মাজার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি