Viral News: ৫০০ টাকা তুলতে গিয়ে হাতে এল ২৫০০! খবর ছড়াতেই লম্বা লাইন
Nagpur News: এটিএমে এক ব্যক্তি যা টাকা তুলতে চেয়েছিলেন এটিএম নাকি তার পাঁচগুণ টাকা দিয়েছে।
নয়াদিল্লি: এটিএমে গিয়েছেন। ধরুন তুলতে চেয়েছেন এক হাজার টাকা। কিন্তু এটিএম মেশিনে পেলেন পাঁচ হাজার। মানে ঠিক পাঁচ গুণ। শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই না কি হয়েছে মহারাষ্ট্রে (Maharastra)। নাগপুরের (Nagpur) কাছে একটি শহরে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে এক ব্যক্তি যা টাকা তুলতে চেয়েছিলেন এটিএম নাকি তার পাঁচগুণ টাকা দিয়েছে। বুধবার এই ঘটনাটি ঘটে নাগপুরের কাছে খাপারখেদা (Khaparkheda) শহরে।
সূত্রের খবর, ওই ব্যক্তি পাঁচশো টাকা তোলার জন্য ওই এটিএমে (ATM) গিয়েছিলেন। সেখানেই এমন কাণ্ড ঘটে। এটিএম তেকে তিনি পান আড়াই হাজার টাকা। আরও একবার পাঁচশো টাকা তোলার চেষ্টা করেন তিনি। সেবারও আড়াই হাজার টাকা পান। তারপরেই সেই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। খবর পেয়ে দলে দলে বাসিন্দা ওই এটিএমের সামনে টাকা তোলার জন্য লাইন দেন। সূত্রের খবর, এমন পরিস্থিতি দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন ব্যাঙ্কেরই এক গ্রাহক। তারপরেই সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ওই এটিএমটি। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যাঙ্কে (Bank)।
কোথায় গন্ডগোল?
পাঁচশো টাকা বের করতে চেয়ে এটিএম থেকে আড়াই হাজার টাকা পাওয়ার ঘটনাটি সত্যি। কিন্তু কেন এমন ঘটনা? সূত্রের খবর, এর মূলে রয়েছে ওই এটিএম মেশিনে ভুল ভাবে নগদ ঢোকানোর ঘটনা।
কী ঘটেছে?
এটিএম-মেশিনে নগদ রাখার সময়, বিশেষ বিশেষ স্লটে বিশেষ বিশেষ নগদ রাখা হয়। সূত্রের খবর, ওই এটিএম মেশিনে টাকা রাখার সময় একশো টাকার নোটের জন্য নির্দিষ্ট স্লটে পাঁচশো টাকার নোট রাখা হয়েছিল। গোটাটাই হয়েছিল ভুল করে। কোনও গ্রাহক পাঁচশো টাকা পেতে চাইলে পাঁচটি একশো টাকার নোট দেয় এটিএম মেশিন। এ ক্ষেত্রে ওই স্লটে পাঁচশোর নোট থাকায় বেরিয়েছিল পাঁচটি পাঁচশো টাকার নোট, অর্থাৎ মোট আড়াই হাজার টাকা। যদিও এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত কোনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন: মাসে ২ হাজার টাকার কম দিয়ে কিনুন আইফোন, এই মডেলে দারুণ অফার