Optical Illusion: ১০ সেকেন্ডের মধ্যে বলতে পারবেন কোন লাইনটি দীর্ঘ?
Optical Image: মনস্তাত্ত্বিকরা বলেন, অনেকসময় অপটিকাল ইলিউশনের মাধ্যমে আপনার চরিত্রও না কি বোঝা যায়। সবই অবশ্য নির্ভর করবে আপনি কী দেখছেন?
কলকাতা: প্রতিটি ব্যক্তির দৃষ্টি-ভাবনা এক এক রকমের। তা ছবি হোক কিংবা মানসিকতা (Mindset)। আমরা প্রত্যেকেই এক এক ছবি (Picture) এক এক রকমভাবে দেখি, এক এক রকম ভাবে উপলব্ধি করি। এর মধ্যে কিন্তু কোনও ঠিক, ভুল নেই। দৃষ্টিভ্রম (Optical Illusion) হল দর্শন ইন্দিয় দ্বারা সৃষ্ট একটি ভ্রম এবং যার দৃশ্যমান উপলব্ধি বাস্তবতা থেকে আলাদা মনে হয়। অপটিক্যাল ইলিউশন ছবিটি বিশ্বব্যাপী ভাইরাল হচ্ছে।
মনস্তাত্ত্বিকরা বলেন, অনেকসময় অপটিকাল ইলিউশনের মাধ্যমে আপনার চরিত্রও না কি বোঝা যায়। সবই অবশ্য নির্ভর করবে আপনি কী দেখছেন? কীভাবে দেখছেন? আপনার ভিস্যুয়াল ক্ষমতাই বলে দেবে আপনার চরিত্র কেমন?
অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে না। সাদাকালো সেই গোল ছবির পিছনে কয়েকটি সংখ্যা লুকিয়ে রয়েছে। চট করে দেখে অবশ্য বোঝার ঊপায় নেই। অনেকেই এই ধাঁধার উত্তর দিতে সমস্যায় পড়তে পারেন। কারণ এর জন্য চোখের ওপর চাপ পড়ে।
১০ সেকেন্ডের মধ্যে দীর্ঘ লাইনটি খুঁজে বের করতে পারেন কি না দেখুন তো। নীচের এই অপটিক্যাল ইলিউশনটি দেখুন ভাল করে-
এগুলিকে বলা হয় পঞ্জো ইলিউশন। আসলে দুটি লাইনই কিন্তু সমান। কেউ কারও থেকে বড় বা ছোট নয়। জ্যামিতির ম্যাজিকে প্রাথমিকভাবে আমাদের এমনটা মনে হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবেন না।