Optical Illusion: ছবিতে তাকালেই গ্রাস করছে ব্ল্যাক হোল? দৃষ্টিভ্রম দেখে চোখে ধাঁধা লাগছে সকলের
Optical Illusion Picture: মনে প্রশ্ন উঠতেই পারে কীভাবে সম্ভব এটি! এই ছবিটি তৈরি করেছে তিন জন। একটি গবেষণার অংশ হিসেবে এই ছবিটি তৈরি করা হয়েছে।
![Optical Illusion: ছবিতে তাকালেই গ্রাস করছে ব্ল্যাক হোল? দৃষ্টিভ্রম দেখে চোখে ধাঁধা লাগছে সকলের Optical Illusion picture driving Internet crazy as 20% of people are unable to perceive it Optical Illusion: ছবিতে তাকালেই গ্রাস করছে ব্ল্যাক হোল? দৃষ্টিভ্রম দেখে চোখে ধাঁধা লাগছে সকলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/04/c4f66e2b98f713e0c43612670f565c5f_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছবির নাম 'the expanding hole'। ছবিতে তাকালেই যেন কালো এই বৃত্ত ক্রমশ বড় হয়ে গ্রাস করতে আসছে। চোখে ধাঁধা লেগে যাওয়ার অবস্থা। সোশাল মিডিয়া Reddit এ দিন কয়েক আগে একটি অপটিকাল ইমেজ (Optical Image) ভাইরাল (Viral) হয়েছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখা যাবে সেটি বড় হয়ে যাচ্ছে। কিন্তু আসল ছবিটিই কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না।
মনে প্রশ্ন উঠতেই পারে কীভাবে সম্ভব এটি! এই ছবিটি তৈরি করেছে তিন জন। একটি গবেষণার অংশ হিসেবে এই ছবিটি তৈরি করা হয়েছে। নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টরা এটি নিয়ে কাজও করেছেন। তারা বলেছেন এটা কোনও GIF নয়। এটাও মজার যে কোনও ডটের দিকে তাকালে কিন্তু কালো ছোপটি হারিয়ে যাবে।
এই গবেষণাটি করা হয়েছে ১৮ থেকে ৪১ বছর বয়সিদের মধ্যে। এমনটাই বলা হয়েছে রিসার্চ পেপারে। সেখানেই দেখা গিয়েছে ৮৬ শতাংশ লোক দেখেছে যে কালো ছোপ ক্রমশই বড় হয়ে উঠছে। যদিও ১৪ শতাংশের কথায়, তারা ছবিটিতে কোনও বদল দেখতে পাচ্ছেন না। এই ছবিটি সোশালে দিতেই জনপ্রিয় হয়েছে। ৫ হাজার ২০০টি লাইক পড়েছে পাশাপাশি ১০০টি কমেন্ট ও পড়েছে।
আরও পড়ুন, তুষারাবৃত জঙ্গলে লুকিয়ে রয়েছে ভালুক, শিকারিও ধরতে পারেননি! আপনি পারলেন?
অপটিকাল ইলিউশন আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ এবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)