Boeing Aircraft: ভয়াবহ টাইফুনের দাপটে রানওয়েতে নামার আগেই ভেঙে পড়ল বিমানের ডানা ! চরম আতঙ্কে যাত্রীরা; ভিডিয়ো ভাইরাল
Taiwan News: টাইফুন পোড়ুলের সময় ইউনাইটেড পার্সেল সার্ভিস এক্সপ্রেসের ফ্লাইট ৫*৬১-এর মাধ্যমে পরিচালিত এই বিমানটি মূলত তাইওয়ানের তাইপেই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

Taiwan News: তাইওয়ানে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি। একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমানের ডানা প্রচণ্ড টাইফুনের বাতাসের মধ্যে রানওয়েতে ধাক্কা খায় এবং এর ফলে তাতে আগুনের স্ফূলিঙ্গ জ্বলে ওঠে। একটি ডানাও ভেঙে যায় সেই বিমানের। এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে এবং অসংখ্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ভিডিয়োটি।
কী হয়েছে বোয়িং ৭৪৭ বিমানের সঙ্গে
টাইফুন পোড়ুলের সময় ইউনাইটেড পার্সেল সার্ভিস এক্সপ্রেসের ফ্লাইট ৫*৬১-এর মাধ্যমে পরিচালিত এই বিমানটি মূলত তাইওয়ানের তাইপেই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। প্রবল ঝড়ের কারণে বিমানটি নিরাপদে অবতরণের আগে একাধিকবার ব্যর্থ হয়। আর একবার রানওয়েতে অবতরণ করার সময় এই বিমানের ডানা মাটিতে ঝড়ের ধাক্কায় লেগে যায় এবং তা ভেঙে যায় মুহূর্তের মধ্যে। এই আঘাত হানার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর এই ভিডিয়ো দেখে ঘটনার ভয়াবহতা আন্দাজ করতে পারছেন অনেকেই।
ফ্লাইটের বিবরণ ও সময়সূচি
১৩ অগাস্ট হংকংয়ের চেক আপ কক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপিএস ফ্লাইট ৫*৬১ যাত্রা শুরু করে তাইপেই-তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে। রিপোর্ট অনুসারে এই বিমানটি তিনটি পৃথক অবতরণের চেষ্টা করে এবং অবশেষে রাত ১২টা ৮ মিনিট স্থানীয় সময় অনুসারে প্রথম রানওয়েতে স্পর্শ করে। আর এই প্রথম দুই প্রচেষ্টার সময় টাইফুন পোড়ুলের তীব্র বাতাসের কারণে, বাতাসের ঝাপটায় এই বিমানের অবতরণ বাতিল হয়ে যায়, বিমানের ডানাও ভেঙে যায়।
"Baby you´re a fireworks" - video from the UPS B-747 was involved in an incident on landing in Taipei (Taiwan). On landing #4 engine hit runway. Airport had been affected by Typhoon Podul at the timepic.twitter.com/tWChsubJxr
— Air Safety #OTD by Francisco Cunha (@OnDisasters) August 14, 2025
নিরাপত্তা ও পরবর্তী পরিস্থিতি
রানওয়েতে বিমানের ডানা ধাক্কা মারলেও বোয়িং ৭৪৭ বিমানটি নিরাপদে অ্যাপ্রনে পৌঁছাতে সক্ষম হয় এবং সৌভাগ্যবশত কোনও আহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিমানটি কোনও দুর্ঘটনা ছাড়াই উড়ান সম্পন্ন করেছে, তবে ইঞ্জিন ন্যাসেল, ইঞ্জিন হোল্ডিং স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক উল্লেখ করেছে যে, তাইপেই তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের বেলায় ০৫এল-এ অবতরণের সময় ইউপিএস ফ্লাইট ৫*৬১ একটি বোয়িং ৭৪৭-৮এফ বিমানটি ইঞ্জিনের পডে আঘাত হানে। এই সময় টাইফুন পোড়ুলের কারণে প্রবল ঝোড়ো বাতাস প্রবাহিত হচ্ছিল। দুবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে ছবিতে দেখা যায় একটি কাউলিং ইঞ্জিন থেকে আলাদা হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই আরেকটি বিমান দুর্ঘটনার খবর মিলেছে আমেরিকার মন্ট্যানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্ট থেকে। জানা গিয়েছে, সিঙ্গল একটি বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। সরাসরি আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ে বিমানটি।






















