এক্সপ্লোর
Independence Day 2025: ২০১৪ থেকে চলছে ‘ট্র্যাডিশন’, লালকেল্লায় প্রতি বছর মাথায় রঙিন পাগড়ি প্রধানমন্ত্রী মোদির; ফিরে দেখা ১২ বছরের ছবি
PM Narendra Modi: প্রতি বছর স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় নতুন রঙিন পাগড়ি মাথায় জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে সমানভাবে চলছে সেই ট্রাডিশন।
প্রতি বছর স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় নতুন রঙিন পাগড়ি মাথায় জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে সমানভাবে চলছে সেই ট্রাডিশন। বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য ও তাৎপর্য জুড়ে রয়েছে এই পাগড়ির সঙ্গে।
1/12

২০১৪ সালে তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রথম স্বাধীনতা দিবসে সাফা নামে এক ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় রাজস্থানি ধাঁচের পাগড়ি পরেছিলেন। উজ্জ্বল লাল ও সবুজ লেজের এক মিশ্রণ ছিল সেই পাগড়িতে। যোধপুরী ব্যান্ধেজ প্যাটার্নে ছিল এই পাগড়িটি।
2/12

২০১৫ সালের স্বাধীনতা দিবসের দিনে তাঁর মাথায় দেখা গিয়েছিল গাঢ় হলুদ রঙের পাগড়ি যাতে লাল ও গাঢ় সবুজ রঙের ক্রিসক্রস প্যাটার্ন ছিল।
Published at : 15 Aug 2025 01:05 PM (IST)
আরও দেখুন






















