Viral News: সামনে পুলিশ, পিছনে দেওয়াল, ঘুষের টাকা গলায় চালান রাজস্ব আধিকারিকের
Patwari Swallows Bribe Money: ২০০-৫০০ টাকার একটি বা দু'টি নয়, ৫ হাজার টাকার একগুচ্ছ কড়কড়ে নোট গিলে নিলেন এক সরকারি আধিকারিক।
জবলপুর: উদর সেবাকে চার ভাগে ভাগ করেছিলেন রবীন্দ্রনাথ, চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয়। কিন্তু খসখসে কাগজের নোটকে আহারের তালিকায় রাখার কথা বোধহয় ভাবেননি, মানুষের নোট গিলে ফেলার ক্ষমতাও অনুধাবন করতে পারেননি বোধহয়! তিনি যা কল্পনাও করতে পারেননি, তা করে দেখালেন সরকারি আধিকারিক। ধরা পড়ার আশঙ্কায় ঘুষ হিসেবে পাওয়া কড়কড়ে নোট গিলে ফেললেন তিনি (Viral News)।
২০০-৫০০ টাকার একটি বা দু'টি নয়, ৫ হাজার টাকার একগুচ্ছ কড়কড়ে নোট গিলে নিলেন এক সরকারি আধিকারিক। সোমবার মধ্যপ্রদেশের কাটনি জেলায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত সরকারি আধিকারিকের নাম গজেন্দ্র সিংহ। রাজস্ব দফতরে পটোয়ারি হিসেবে কর্মরত তিনি, জমি-জায়গার মালিকানা সংক্রান্ত রেকর্ড রাখাই কাজ তাঁর। বিলহারি জেলায় নিজের আলাদা অফিসও চালান। (Patwari Swallows Bribe Money)
গজেন্দ্র ঘুষ নেন বলে আগে থেকেই অভিযোগ ছিল লোকযুক্ত স্পেশাল পুলিশ এসট্যাবলিশমেন্টের কাছে। সেই মতো ৫ হাজার টাকা দিয়ে একজনকে পাঠিয়ে ফাঁদ পাতা হয় তাঁকে হাতেনাতে ধরার। অভিযোগ, সোমবার নিজের অফিসে বসে একজনের থেকে ঘুষ হিসেবে ৫ হাজার টাকা নিয়েও নেন গজেন্দ্র। সেই সময়ই ঘটনাস্থলে হাজির হন লোকযুক্ত স্পেশাল পুলিশ এসট্যাবলিশমেন্টের একটি টিম। তাতে ফাঁদ পাতা হয়েছে বলে বুঝে যান গজেন্দ্র। শেষ চেষ্টা হিসেবে কড়কড়ে নোটের তাড়া মুখে পুরে নেন। চেপে চেপে ঠেলে পাঠিয়ে দেন গলায়।
আরও পড়ুন: Government Scheme: মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প , এখানে পাবেন ৬০০০ টাকা, কীভাবে নেবেন সুবিধা
ওই অবস্থায় তড়িঘড়ি গজেন্দ্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা হয়, বের করা হয় নোটের তাড়াও। আপাতত সুস্থ আছেন তিনি। কিন্তু ঘুষের টাকা উদরস্থ করার গজেন্দ্রর এই কাহিনি মুখে মুখে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। তাতে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
লোকযুক্ত ইনস্পেক্টর কমলকন্ত উইকে জানিয়েছেন, চন্দন সিংহ লোধি নামের এক ব্যক্তি গজেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জবলপুর থানায়। জমি কাগজ পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা চেয়েছিলেন গজেন্দ্র। তাতে চন্দনের হাত দিয়েই টাকা পাঠিয়ে হাতেনাতে গজেন্দ্রকে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি যে নোটের তাড়া গিলে নেবেন, তা আঁচ করতে পারেননি কেউ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।