Viral Video: কেমোথেরাপির যন্ত্রণা কমাতে রোগীর সঙ্গে নাচ, নার্সের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
Viral Video Nurse Danced With Cancer Patient: ক্যান্সার চিকিৎসার সময় একজন নার্স রোগীকে মনোবল জোগাতে গানের তালে নাচেন। এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা নার্সের প্রশংসা করছেন।
কলকাতা: যেকোনও রোগের সঙ্গেই লড়াই করা বেশ কঠিন। এই লড়াই করে তবেই জয়ী হন একজন ব্যক্তি। এবার সেই রোগটি ক্যানসারের মতো কঠিন রোগ হলে নিঃসন্দেহে অনেকটা কঠিন হয় যুদ্ধ। তবে যুদ্ধের সময় পাশে কেউ থাকলে একলা লাগে না। বরং মনোবল জোগায় সেই মানুষটা। ক্যানসার চিকিৎসার সময় বরাবর এভাবে পাশে থাকেন চিকিৎসক ও স্বাস্থ্য়কর্মীরা। তবে এক স্বাস্থ্যকর্মীকে এই বিষয়েই এবার নজির গড়তে দেখা গেল। রোগীকে মনোবল জোগানোর অভিনব কায়দা দেখে রীতিমতো খুশি নেটিজেনরাও (Viral News)।
রোগীর মনোবল বাড়াতে গানের তালে তালে নাচ
ভিডিয়োটি (Viral Video) কলম্বিয়ার। জেসন নামে জনৈক এক রোগীর কেমোথেরাপি চলছিল অন্যান্য দিনের মতোই। কিন্ত তার চিকিৎসা প্রক্রিয়া কিছু আনন্দদায়ক করতে একটি অভিনব ফন্দি আঁটেন চিকিৎসকরা। এক নার্স এগিয়ে এসে তাঁর হাত ধরে তাঁকে দাঁড় করান। এর পর গানের তালে তালে নাচ আরম্ভ করেন ওই নার্স। জেসনের হাত ধরার পরও জেসনও পা মেলান নার্সের সঙ্গে। এই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছ নেটদুনিয়ায়। ভিডিয়োটি ইনস্টাগ্রামের (Viral Instagram Reel)। গুড নিউজ রিপোর্টস নামের একটা অ্যাকাউন্ট থেকে সেখানে ওই পোস্ট করা হয়।
পোস্টের ক্যাপশন…
এই দিন ইনস্টাগ্রাম পোস্টটির (Instagram Reel) ক্যাপশনে লেখা হয়, সাধারণত, কেমোথেরাপির সেশন চলাকালীন একটি আলাদা ঘরে একলা থাকেন জেসন। তবে এই দিনটি তাঁর জন্য একটু অন্যরকমভাবে সাজানো হয়। এতে তাঁর মনমরাভাবও অনেকটা কেটে যায়। চিকিৎসা চলাকালীন একটি আনন্দদায়ক পরিস্থিতি তৈরি করার জন্যই এই বিশেষ আয়োজন করা হয়েছিল
নেটিজেনদের প্রশংসা
ভিডিয়োটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। পোস্টের ক্যপশনে নেটিজেনদের নানা কমেন্ট করতে দেখা গিয়েছে। কমেন্ট সেকশনে এক নেটিজেন লেখেন, নার্সদের জন্য এই পৃথিবীটা আরও সুন্দর। তারা রোগীদের অনেক যত্ন নেন। অন্য়দিকে আরেকজন নেটিজেন লেখেন, রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসকদের প্রচেষ্টা অবশ্যই মনে রাখার মতো। কিন্তু নার্সদের কথা না বললে যেন অনেক কিছুই না বলা থেকে যায়।
আরও পড়ুন - Viral Video: খবর করতে গিয়ে চিতাবাঘের খপ্পরে ! না পালিয়ে নরখাদককে দড়ি পরালেন নির্ভীক সাংবাদিক
আরও পড়ুন - Viral Video: অটোর ভাড়া ৭ কোটি ! মজার ভিডিয়ো দেখে ক্ষমা চাইল উবার